X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মেঘ কন্যা: প্রতি সপ্তাহে একটি গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৫

গানের দৃশ্যে ফেরদৌস ও রুবিনা ১২ অক্টোবর আসছে ফেরদৌস-নিঝুম রুবিনা অভিনীত ছবি ‘মেঘ কন্যা’। মিনহাজ অভি পরিচালিত এ নির্মাণকে ঘিরে তাই এখন চলছে মুক্তির প্রস্তুতি। এ কারণে একে একে প্রকাশ করা হচ্ছে ছবিটির গানগুলো।
গত দুই সপ্তাহে চলচ্চিত্রটির তিনটি গান প্রকাশ করেছে এর প্রযোজনা প্রতিষ্ঠান জয়া মিডিয়া। এগুলো অবমুক্ত হয়েছে লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে।

৬ সেপ্টেম্বর আসে ‘এমন ভালোবাসবো তোমায়’ শিরোনামের গান। এতে কণ্ঠ দিয়েছেন ন্যান্‌সি ও তাসিফ।

১৩ সেপ্টেম্বর অবমুক্ত হয় ‘আমার এ হৃদয়’ গান। এতে কণ্ঠ দিয়েছেন কোনাল। আর কথা লিখেছেন শহীদুল্লাহ।

২০ সেপ্টেম্বর এসেছে ‘জোয়ারে ভেসে’। এতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও ইমরান। এর কথা লিখেছেন অনুরূপ আইচ।

তিন গানেরই সংগীত করেছেন শওকত আলী ইমন।
ছবির পরিচালক মিনহাজ অভি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছবিটি মুক্তির জন্য একেবারে প্রস্তুত। প্রচারণার অংশ হিসেবে এখন গানগুলো প্রকাশ করা হচ্ছে। এছাড়া টেলিভিশনসহ বেশ কিছু প্রচারণায় আমরা অংশ নেবো।’
জয় ফিল্মসের ব্যানারে ছবিটির চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন পরিচালক নিজেই। সংলাপে আছেন গাজী রাকায়েত। ছবিটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ, শম্পা, রেবেকা, সাবরিনা, হৃদা ও সিক্তা। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুচরিতা। ছবিটি প্রযোজনা করেছেন এজেডএম জাহাঙ্গীর কবির।

/এম/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
বিনোদন বিভাগের সর্বশেষ
সব নারী সাধু না: রিচা
সব নারী সাধু না: রিচা
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
দুই বছর পর আবার একসঙ্গে...
দুই বছর পর আবার একসঙ্গে...