X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

‘চুইংগাম’ নিয়ে ফিরেছে ব্যান্ড নির্ঝর

বিনোদন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৮, ১৮:২৬আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১৯:২২

‘নির্ঝর’ ব্যান্ডের সদস্যরা ব্যান্ড নির্ঝর-এর বয়স গত ৭ জুন ১৮ অতিক্রম করলো। সময়ের বিচারে দলটির গানের সংখ্যা বেশ কম। দুটি পূর্ণাঙ্গ, একটি সিঙ্গেল ট্র্যাক অ্যালবাম আর বিভিন্ন মিশ্র অ্যালবামে ১০টি গান। কোয়ালিটি নিশ্চিত করার জন্যই এমন কোয়ান্টিটি—জানালেন দলটির প্রধান জয় শাহরিয়ার।
অডিও গানে নির্ঝর মোটামুটি নিয়মিত থাকলেও দলটির ভিডিওর সংখ্যা একেবারেই কম। ১৮ বছরে মাত্র ৪টি! যার শেষটি প্রকাশ পেয়েছে গতকাল (২৫ অক্টোবর) আজব রেকর্ডস-এর ইউটিউব চ্যানেলে। নাম ‘চুইংগাম’। তাও টানা ৮ বছর পর।
তাদের শেষ ভিডিও ‘বৃষ্টিশহর’ প্রকাশ পায় ২০১০ সালে। তারও আগে ২০০৬ সালে প্রকাশ পায় ‘অচেনা মন’ ও ‘দীর্ঘশ্বাস’ নামে দুটি ভিডিও।
এদিকে নতুন গান-ভিডিও ‌‘চুইংগাম’ প্রকাশের পর দলের সদস্যরা ভালোই সাড়া পাচ্ছেন, শুভেচ্ছায় ‍সিক্ত হচ্ছেন লম্বা বিরতি নিয়ে দারুণ একটা গান-ভিডিওতে ফেরা প্রসঙ্গে।
ব্যান্ডটির প্রধান কণ্ঠ ও গিটারিস্ট জয় শাহরিয়ার বললেন, ‘সংখ্যা বেশ কম, তবে আমরা ১৮ বছর ধরেই আছি। জয় শাহরিয়ার অথবা নির্ঝর- একে অপরের পরিপূরক হয়েই কাজ করছি। মাঝে খানিক দম নিয়ে শেষ পাঁচ বছর ধরে প্রতি বছর অন্তত একটি করে নতুন গান প্রকাশ করছি। এটা ঠিক, ভিডিওতে এত বছর সেই অর্থে কাজ করিনি। তবে এখন থেকে সেখানেও নিয়মিত হবো।’
‘চুইংগাম’ ভিডিওটি নির্মাণ করেছেন বর্ণ চক্রবর্তী।
ভিডিওতে ‘চুইংগাম’:


অন্যদিকে গত ১৩ সেপ্টেম্বর ‘অপরাজেয়’ নামের একটি ব্যান্ডমিক্সড অ্যালবামে প্রকাশ পায় তাদের শেষ গান ‘ক্যাম্পাস’। এখন পরিকল্পনা চলছে গানটির ভিডিও প্রকাশের।
নির্ঝর ব্যান্ডের বর্তমান লাইনআপ এমন—কণ্ঠ ও গিটার: জয় শাহরিয়ার, লিড গিটার: তিলক ও রুশো, বেজ গিটার: মারুফ এবং ড্রামস: তাফসির।
২০০০ সালের ৭ জুন বাংলাদেশ শিশু একাডেমিতে একটি কনসার্টের মাধ্যমে অভিষেক হয় ব্যান্ড নির্ঝর-এর। ২০০৬ সালে ইমপ্রেস অডিও ভিশন থেকে প্রকাশ পায় দলটির প্রথম অ্যালবাম ‘স্বপ্নঘুড়ি’। ২০১০ সালে জি-সিরিজের ব্যানারে দ্বিতীয় অ্যালবাম ‘বৃষ্টিশহর’ এবং ২০১২ সালে একই ব্যানার থেকে প্রকাশ হয় এক গানের অ্যালবাম ‘কে তুমি কার’।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
বিনোদন বিভাগের সর্বশেষ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী