X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

গানচিত্রে চঞ্চল-জয়ার সঙ্গে মার্শা বার্নিকাট!

মাহমুদ মানজুর
০৪ নভেম্বর ২০১৮, ১৯:২০আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৪:৩৭

মার্শা বার্নিকাট ও চঞ্চল-জয়া

শেষ কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে চলছে চঞ্চল চৌধুরী-জয়া আহসানের ‌‘দেবী’ উৎসব। সেই উৎসবে এবার নতুন মাত্রা যুক্ত করলেন ‘আয়নাবাজি’র কারিগর অমিতাভ রেজা চৌধুরী।
না, নতুন কোনও চলচ্চিত্রের খবর নয় এটি। সম্প্রতি এই নির্মাতা বানালেন একটি বিশেষ গানচিত্র (মিউজিক ভিডিও)। ‘মাতবো আমরা উৎসবে’ শিরোনামের এই কাজটিতে গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে নাচতে দেখা যাচ্ছে চঞ্চল-জয়াকে! এখানেই চমক শেষ নয়। দেশের এই দুই শীর্ষ তারকার সঙ্গে মডেল হিসেবে নাচতে-গাইতে দেখা গেছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকেও!
অমিতাভ রেজা চৌধুরী গানচিত্রটিতে তুলে ধরেছেন বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের দৃশ্য। শুরুটা করেন চঞ্চল চৌধুরীকে দিয়ে। আর শেষটা হয় জয়া আহসানের মাধ্যমে। মাঝের চমক হিসেবে শাড়ি পরে হাজির হন মার্শা বার্নিকাট। এই গানচিত্রে নাচে-গানে মাতোয়ারা হতে আরও দেখা যাচ্ছে অভিনেত্রী মিথিলা ও নায়ক সিয়াম আহমেদকেও।
নির্মাতা অমিতাভ রেজা জানান, ‘ইউএস অ্যাম্বাসি-ঢাকা’ সেন্টারের উদ্যোগে এই বিশেষ গানচিত্রটি নির্মাণ করেছেন তিনি, যা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ১ নভেম্বর।
আর এটি প্রকাশের কারণ, ‘ইউএস অ্যাম্বাসি-ঢাকা’র ফেসবুক পেজের লাইক সংখ্যা এরই মধ্যে ৬০ লাখ অতিক্রম করেছে। মূলত সেই আনন্দ উদযাপন করার জন্যই এই কাজটি করা। অমিতাভ রেজা চৌধুরী গানচিত্রটি প্রসঙ্গে অমিতাভ রেজা চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০১০ সালে আমি এক্সচেঞ্জ প্রোগ্রাম-এর অ্যালামনাই হিসেবে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে যাই। সেই থেকে ইউএস অ্যাম্বাসির ঢাকা সেন্টারের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়। ফলে তারা যখন এমন একটি কনটেন্ট তৈরি করতে বললো, তখন স্বতঃস্ফূর্তভাবেই কাজটা করে দিলাম। খুব তাড়াহুড়া করে করলাম। অনেক কৃতজ্ঞ জয়া, চঞ্চল ভাই, মার্শা আপা, মিথিলা ও সিয়ামসহ আমার নির্মাণ দলের সবার কাছে।’ 

‘মাতবো আমরা উৎসবে’ শিরোনামের এ গানটির সংগীত পরিচালনার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন ফুয়াদ আল মুক্তাদির। আরও গেয়েছেন জোহান আলমগীর ও পল্বাশা সিদ্দিকী।
ফুয়াদ বললেন, ‘অমিতাভ রেজার ভিডিও এবং তারকা শিল্পীদের অংশগ্রহণে সব মিলিয়ে খুব ভালো একটা কাজ হয়েছে। প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি।’
গানচিত্রটি দেখা যাবে এখানে:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু