X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

রোগী তাহসান নার্স মেহজাবীন

বিনোদন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৮, ১৭:৫১আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২০:৪৬

মেহজাবীন ও তাহসান তাহসান খান ও মেহজাবীন চৌধুরী; নাটকে একসঙ্গে কাজ করেছেন বহুবার। এবার তারা আসছেন অন্যভাবে, অনলাইনে। অভিনয় করছেন ‘নিঃশ্বাস’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।
এট মুক্তি পাবে অনলাইন প্ল্যাটফর্ম বায়োস্কোপ অরিজিনাসে। স্বল্পদৈর্ঘ্যটিতে রোগী হিসেবে আসছেন তাহসান আর নার্সের ভূমিকায় মেহজাবীন। এটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি।
এর গল্পে দেখা যাবে, সানভি বাবা-মায়ের সঙ্গে অস্ট্রেলিয়ায় মাইগ্রেশন করেছে সাত বছর আগে। ছোটবেলা থেকেই সে গান গায়। তার একটি ব্যান্ডও আছে। সম্প্রতি বেশ কয়েকটি কনসার্টের কাজে কিছুদিনের জন্য বাংলাদেশে এসেছে সে। অন্যদিকে লাবণ্য একটি বেসরকারি হাসপাতালের নার্স। নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে। একদিন রাতে গান রেকর্ডিং শেষ করে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় পড়ে সানভি। তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই পরিচয় হয় লাবণ্যের সঙ্গে। সানভির হাসপাতালে থাকতে ভালো লাগে না। সে নিজের বাসায় থাকতে চায়। তাহলে আবার লাবণ্যকেও সে দেখতে পাবেন না। এরপরই সে বিশেষ এক আবদার করে! গল্পের বাকিটা জানা যাবে স্বল্পদৈর্ঘ্যে।
এদিকে এর মধ্যে এই চলচ্চিত্রের জন্য একটি গান লিখেছেন আসিফ ইকবাল। গানচিলের ব্যানারে এই গানটি গেয়েছেন তাহসান ও কণা। আগামী ১৫ নভেম্বর রাত ১০টায় প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল এটি প্রকাশ হবে।
আর শাহরিয়ার শাকিল প্রযোজিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আগামী ১৭ নভেম্বর অনলাইনে অবমুক্ত হবে।

 

এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
বিনোদন বিভাগের সর্বশেষ
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!