X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

চলে গেলেন অভিনেতা কাদের খান

বিনোদন ডেস্ক
০১ জানুয়ারি ২০১৯, ১৬:৩৩আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১৯:২৩

চলচ্চিত্রের একটি দৃশ্যে কাদের খান পার্শ্ব অভিনেতা হিসেবেই তুমুল জনপ্রিয় ছিলের কাদের খান। অনেক ক্ষেত্রে কোনও কোনও নায়কের চেয়েও দর্শকপ্রিয়তা পেয়েছেন এই বলিউড অভিনেতা।

কমেডি দৃশ্যে ৩০০-এর বেশি চলচ্চিত্রে হাজির হওয়া এই তারকা আর বেঁচে নেই। আজ (১ জানুয়ারি) সকালে কানাডাতে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তার প্রস্থানের বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ছেলে সরফরাজ খান।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে সরফরাজ খান বলেন, ‌‘বাবা গত কয়েক মাস ধরেই অসুস্থ। আর গত কয়েকদিন ধরে হাসপাতালে ছিলেন তিনি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেও বাবাকে বাঁচাতে পারলাম না। সন্তান হিসেবে বাবার যে ভালোবাসা পেয়েছি, তা অকল্পনীয়। তিনি আশেপাশের সবাইকে ভালোবাসতেন।’

কাদের খান কানাডার একটি হাসপাতালে মারা যান। শ্বাসকষ্টসহ বেশ কিছু সমস্যায় তিনি ভুগছিলেন। এই অভিনেতা ৩০০টি ছবিতে অভিনয়ের পাশাপাশি ২৫০টি চলচ্চিত্রের সংলাপ লিখেছেন। ভারতীয় হিন্দি সিনেমার সংলাপ পরিবর্তনে তার বড় ভূমিকা আছে।
কাদের খান ৪৫ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারের বেশিরভাগ জনপ্রিয় কাজ তিনি করেছেন পরিচালক ডেভিড ধাওয়ান ও নায়ক গোবিন্দের সঙ্গে। এর মধ্যে আছে- হিরো নম্বর ১, কুলি নম্বর ১, স্বাজন চালে শ্বাশুরাল, দুলহে রাজা’র মতো চলচ্চিত্র।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা