X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

কিংবদন্তি প্রযোজক ইফতেখারুল আলম আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৯, ১৩:০৭আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১৮:৩৩

কিংবদন্তি প্রযোজক ইফতেখারুল আলম আর নেই কিংবদন্তি চলচ্চিত্র প্রযোজক ইফতেখারুল আলম কিসলু আর নেই। গতকাল (৫ জানুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার হাত ধরেই বাংলা চলচ্চিত্রের নতুন দিগন্তের সূচনা হয়েছে।
১৯৬৪ সালে তৎকালীন পাকিস্তানে প্রথম রঙিন ছবি ‘সঙ্গম’ নির্মিত হয়। যার প্রযোজক ছিলেন ইফতেখারুল আলম কিসলু। ১৯৬৬ সালে রাজ্জাক-সুচন্দা জুটির প্রথম ছবি ‘বেহুলা’ ছিল তার প্রযোজনায়।
স্বাধীনতার পর প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘ওরা ১১ জন’-এর প্রযোজনাও করেছিলেন তিনি।
পঞ্চাশ দশক থেকে প্রযোজক, পরিবেশক ও প্রদর্শক হিসেবে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন ইফতেখারুল আলম কিসলু। তার স্টার ফিল্ম করপোরেশন নিয়মিত চলচ্চিত্র নির্মাণ করে গেছে।
আজ (৬ জানুয়ারি) সকালে ইফতেখারুল আলম কিসলুর মৃত্যুর খবর তার ছেলের স্ত্রী ফৌজিয়া আলম নিশ্চিত করেন। তিনি জানান, সম্প্রতি তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। এছাড়াও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে জানাজার পর ইফতেখারুল আলম কিসলুকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাবিনা ইয়াসমীনের কন্ঠে নতুন দেশাত্মবোধক গান
সাবিনা ইয়াসমীনের কন্ঠে নতুন দেশাত্মবোধক গান
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’