X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

রোবট থেকে গিটার প্রশিক্ষক ইমরান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১২

আগের গানে রোবট ইমরান। পাশে গায়ক ইমরান ও সাফা কবির ঠিক এক বছর আগে এই দিনে (৫ ফেব্রুয়ারি) প্রকাশ পেয়েছিল সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও অভিনেত্রী সাফা কবিরের মিউজিক ভিডিও ‘এমন একটা তুমি চাই’। এতে রোবট হিসেবে হাজির হয়ে চমকে দেন ইমরান।
সেই সূত্রে, আজ (৫ ফেব্রুয়ারি) একই দিনে সিএমভির ব্যানার থেকেই প্রকাশ হলো ইমরান-সাফা কবিরের নতুন মিউজিক ভিডিও। এবার ইমরান হয়েছেন সাফার প্রতিদ্বন্দ্বী। তবে তাকে গিটারও শেখান ইমরান। গানের শিরোনাম ‘আমার কাছে তুমি অন্যরকম’।
আগেরটির মতো এবারের গানটিও লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর করেছেন নাজির মাহমুদ, গেয়েছেন ইমরান, মডেল হয়েছেন সাফা কবির, ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ আর প্রযোজনা করেছে সিএমভি।
 একই টিম নিয়ে গান প্রকাশ করার প্রসঙ্গে ইমরান বললেন, ‘‘আমার গান নিয়মিত প্রকাশ পাচ্ছে। তবে আমার আর সিএমভি’র কাজের বিষয়টা বরাবরই একটু আলাদা। মানে আমরা দুই পক্ষ এক হয়ে খুব কম কাজ করেছি। অথচ যে ক’টা করেছি তার সবগুলোই সফল। আমাদের শেষ কাজ এক বছর আগে- ‘এমন একটা তুমি চাই’। মাঝে এক বছর একটা গানেরই প্ল্যান করেছি, সেটি হলো- ‘আমার কাছে তুমি অন্যরকম’। একই টিম কাজ করেছি এবারও। মুক্তিও পেয়েছে একই তারিখে! এটা একটা নতুন বিষয়। আইডিয়াটা আমার কাছে দারুণ লেগেছে। আশা করি এবারও সবাই মুগ্ধ হবেন।’’
‘আমার কাছে তুমি অন্যরকম’ গানটি বেশ রোমান্টিক। ভিডিওতেও রয়েছে প্রেমময় গল্পের ছাপ। কারণ, গানটি প্রকাশ পেয়েছে বিশ্ব ভালোবাসা দিবসকে (১৪ ফেব্রুয়ারি) উৎসর্গ করে।
গানের ভিডিও:
 

/এমআই/এম/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু