X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

টিনার কণ্ঠে তরুণের ‌‘স্বার্থপর’ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৯, ১৪:৩১আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২০:০৮

টিনা ১৯৯২ সালে লেখা হয়েছিল ‘স্বার্থপর’ গান। প্রায় এক দশক পর এটি প্রকাশ হয়। সে সময় থেকেই তুমুল জনপ্রিয়তা পায় গানটি।
এর কয়েকটি বাক্য এমন- ‘চলে যদি যাবি দূরে স্বার্থপর/আমাকে কেন জোছনা দেখালি/হবি যদি নাও ভাসিয়ে দেশান্তর/পাথরের বুকে ফুল কেন ফোটালি’। তরুণ-তরুণীদের মাঝে আলাদাভাবে সাড়া ফেলা এ গানটি এবার নতুন করে গাইলেন সংগীতশিল্পী টিনা। গত ৩১ মার্চ শিল্পীর ইউটিউব চ্যানেল ‘টিনা রাসেল’-এ অবমুক্ত করা হয় এটি।

এর গীতিকার ও সুরকার তরুণ মুন্সী। তিনি নিজেও শুনেছেন গানটি। এই সংগীতশিল্পী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেক আগে টিনা আমাকে বলেছিলেন গানটি কাভার করতে চান। এরপর আমি নিজেও এটি নিয়ে তার সঙ্গে কথা বলেছি। গতকাল কাভারটির লিংক পেলাম। খুবই সুন্দর হয়েছে কাজ। আসলে নিজের একটি সৃষ্টি শিল্পীদের গলায় ঘুরেফিরে আসছে, এটি আমার কাছে পরম ভালোলাগার বিষয়।’ তরুণ মুন্সী

কাভার করার পরিকল্পনার বিষয়ে টিনার ভাষ্য, ‘‘আমার প্রিয় কিছু গান আছে। যেগুলো মাঝেমধ্যেই গুনগুনিয়ে গাই। এমন কিছু গানের একটা তালিকা করেছিলাম। সেখান থেকেই ‘স্বার্থপর’ গানটির কাভার রিলিজ দেওয়া। চাইছি, নিয়মিতই এগুলো আমার চ্যানেলে মুক্তি দেবো। যেন শ্রোতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকে। আবার এগুলো আমার গায়কীর বাইরে আলাদা একটা টেস্ট দেয়। নিজের কাছে এটি এক ধরনের চ্যালেঞ্জও আমি গানগুলো সুন্দর করে তুলে ধরতে পারছি কিনা! পাশাপাশি থাকবে আমার মৌলিক গান।’’
ভিডিও: 

টিনা আরও বলেন, ‘আরও তিনটি কাভার রেডি আছে। আমরা চাইছি প্রতিমাসেই একটি করে গান রিলিজ দেওয়ার। এগুলো খুব সাধারণ কিন্তু হৃদয়গ্রাহী হবে। সেভাবেই প্রথমটির (স্বার্থপর) ভিডিও করা। এছাড়াও বছরে ২/৩টি মৌলিক গান আমি প্রকাশ করবো।’ 
 প্রথম গানটির ভিডিও নির্মাণ করেছে ‘জুটি’ প্রডাকশন।

‘স্বার্থপর’ সৃষ্টির প্রসঙ্গে তরুণ মুন্সী আরও কিছু তথ্য যোগ করেন। তিনি জানান, ১৯৯২ সালে গানটি লেখা হলেও এটির রেকর্ড হয় ১৯৯৮ সালে। বছরখানেক কিছু সময় পর এটি শুনতে পান শ্রোতারা। লেখার হিসাবে এটির বয়স ৩০ বছর।

এদিকে, ভালোবাসা দিবস উপলক্ষে গত ১৩ ফেব্রুয়ারি অবমুক্ত হয় টিনার সর্বশেষ গান ‘শেষ দিন’। এতে তার সহশিল্পী তাহসান খান। গীতিকবি জুলফিকার রাসেলের কথায় যার সুর যৌথভাবে করেছেন তাহসান ও সাজিদ সরকার। সংগীতায়োজনেও আছেন সাজিদ সরকার।

/এম/এমওএফ/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা