X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সামনে এলেন দুরন্ত জয়া!

বিনোদন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৯, ১৯:১৮আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৫:২৯

ভিডিওর একটি দৃশ্যে জয়া (ডানে) ২২ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘বঙ্গমাতা অনূর্ধ্ব ১৯ আন্তর্জাতিক নারী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’।
প্রথমবারের মতো বড় পরিসরে এই আয়োজন হচ্ছে। আর এতে যুক্ত থাকছেন দুই বাংলার অন্যতম অভিনেত্রী জয়া আহসান। না, তিনি মাঠে নয়, থাকছেন পেছনে। এই টুর্নামেন্টের শুভেচ্ছাদূত হিসেবে।
তারই অংশ হিসেবে আজ (১০ এপ্রিল) দেখা গেল দুরন্ত এক জয়া আহসানকে। টুর্নামেন্ট নিয়ে তৈরি থিম সংয়ে মডেল হয়েছেন তিনি। যেখানে জয়া আহসানের মাধ্যমে তুলে ধরা হয়েছে বাংলার নারীদের এগিয়ে চলার বার্তা।
‘বিজয় মশাল’ নামের এ গানটি লিখেছেন ফয়সাল রদ্দি ও রাকিব হাসান রাহুল। সুর-সংগীত করেছেন অদিত। এতে কণ্ঠ দিয়েছেন মমতাজ, কণা, এলিটা, পড়শী, দোলা ও কুমকুম। ভিডিওটি নির্মাণ করেছেন আশফাকুজ্জামান বিপুল।
পুরো প্রজেক্ট প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘একজন শিল্পী হিসেবে আমার বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা থাকে। অনূর্ধ্ব-১৯-এ যেসব খেলোয়াড় অংশ নিচ্ছেন, তারা প্রত্যেকেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নিজেদের চেষ্টা, আন্তরিকতা, সততা ও মেধার জোরে উঠে এসেছেন। মেয়েদের নিয়ে এই আয়োজন নারীর ক্ষমতায়নেরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমি যেমন এতে অংশ নেয়া খেলোয়াড়দের উৎসাহ দেবো, তেমনি তাদের গল্প আমাকেও অনুপ্রেরণা জোগাবে। আমি নিশ্চিত, তাদের প্রত্যেকের গল্প শুনে একজন অভিনয়শিল্পী হিসেবে তো বটেই, একজন মানুষ হিসেবেও আমি আরও অনেক ঋদ্ধ হবো। সমৃদ্ধ হবো।’
জয়া আহসান জানান, বঙ্গমাতা অনূর্ধ্ব ১৯ আন্তর্জাতিক নারী গোল্ডকাপ ২০১৯-এর বিভিন্ন কার্যক্রমেও তাকে দেখা যাবে। যেমন, কিশোরী খেলোয়াড়দের তিনি উৎসাহ জোগাবেন। তাদের পাশে থাকবেন। গ্যালারিতে বসে তাদের খেলা দেখবেন।
‘এগিয়ে যাওয়ার নেই মানা’ স্লোগানকে নিয়ে এই টুর্নামেন্ট শুরু হচ্ছে। ২২ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলবে এটি।
বিজয় মশাল:

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
বিনোদন বিভাগের সর্বশেষ
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
সব নারী সাধু না: রিচা
সব নারী সাধু না: রিচা
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!