X
রবিবার, ২৫ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ঈদের সালামি ৩ লাখ টাকা!

বিনোদন রিপোর্ট
০৯ জুন ২০১৯, ১৯:০৪আপডেট : ১০ জুন ২০১৯, ১৪:০৪

মাহিয়া মাহি/ ছবি: সাজ্জাদ হোসেন ঈদে ছোটদের জন্য অন্যতম আনন্দের বিষয় থাকে সালামি নেওয়া। বড়দের জন্য বিষয়টি বিপরীত। তবে চিত্রনায়িকা মাহিয়া মাহির বেলায় এটি ধরা দিলো ভিন্নভাবে।
এই ঈদে বাড়ির বড় বৌ হিসেবে মাহি পেলেন বেশ বড়সড় অংকের সালামি! আর এটি এসেছে তার শ্বশুরবাড়ি থেকে। জানালেন, এবার ৩ লাখ টাকা সালামি পেয়েছেন তিনি!
মাহি জানান, প্রতিবারের মতো এবারও শ্বশুরবাড়িতে ঈদ উদযাপন করেছেন তিনি। তাদের পরিবার বেশ বড়, একান্নবর্তী। তাই আদরের পাশাপাশি সালামির অংশটাও বড়। শ্বশুরবাড়ির লোকজনদের থেকে ৩ লাখ টাকা ঈদ সালামি পেয়েছেন তিনি। আবার দেবর-ননদদের তিনি সালামি দিয়েছেন ২ লাখ টাকার মতো।
মাহি বললেন, ‘অপুর সঙ্গে বিয়ে হওয়ার পর জীবনের অন্যরকম অধ্যায় আমি পেয়েছি। আর বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই ঈদ করি। অপু পরিবারের বড় ছেলে। তাই আমি পরিবারের বড় বউ। সে কারণে আমার প্রতি অন্যদের আদরটা বেশি। এমন একটি পরিবার পাওয়াটা ভাগ্যের বিষয়।’
২০১৬ সালের মে মাসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। অপুর পরিবারের নানা আয়োজনে মাহিকে বরণ করে নেন তরা। এরপর থেকেই মাহি সিলেটে ঈদ পালন করে আসছেন।
অন্যদিকে সম্প্রতি গুঞ্জন উঠেছিল অপু-মাহির সংসারে বিচ্ছেদের টান পড়েছে! সেই গুঞ্জনে এবার টান লাগবে শ্বশুরবাড়ি থেকে মাহিয়া মাহির ৩ লাখ টাকা সালামি পাওয়ার এই খবরে। বিয়ের আসরে অপু-মাহি, ছবি: সাজ্জাদ হোসেন

/এমআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আলীর মতো গায়কদের উৎসর্গ করছি: রাজীব
আলীর মতো গায়কদের উৎসর্গ করছি: রাজীব
৭৮তম কান উৎসবের পুরো বিজয়ী তালিকা
৭৮তম কান উৎসবের পুরো বিজয়ী তালিকা
কানে ফিরেই জাফর পানাহির স্বর্ণপাম জয়!
কানে ফিরেই জাফর পানাহির স্বর্ণপাম জয়!
কানে ইতিহাস গড়লো বাংলাদেশের ‘আলী’
কানে ইতিহাস গড়লো বাংলাদেশের ‘আলী’
নজরুল কনসার্ট মাতাবে যে ১০ ব্যান্ড
নজরুল কনসার্ট মাতাবে যে ১০ ব্যান্ড