X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ইরেশ-মিমের ঘরে নতুন অতিথি

বিনোদন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৯, ১৩:৫৮আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৭:০৯

হাসপাতালে ইরেশের সেলফিতে মিম ও মেহা অভিনেতা ইরেশ যাকের ও মিম রশিদের কোলজুড়ে এসেছে নতুন অতিথি। বুধবার (৭ আগস্ট) সকাল সোয়া দশটা নাগাদ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন মিম।
প্রথম সন্তানের বাবা হয়ে বেশ উচ্ছ্বসিত ইরেশ। তার ছোট্ট রাজকন্যার জন্য দোয়া চেয়েছেন সবার কাছে। জানান, মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন।
তিনি বললেন, ‘ওর নাম রেখেছি মেহা রশিদ যাকের। মনে হচ্ছে, সে আসার পর এরমধ্যে আমাদের পৃথিবীটাকে অসীম সুন্দর করে তুলেছে। সবাই আমার রাজকন্যার জন্য দোয়া করবেন।’
গত বছর ৪ ফেব্রুয়ারি ইরেশ-মিমের বিয়ের আনুষ্ঠানিকতা হয়।
ইরেশ যাকের চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও বেশ সাবলীল। তার বাবা আলী যাকের ও মা সারা যাকের দুজনই দেশের নন্দিত অভিনয়শিল্পী। শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ খল চরিত্রাভিনেতা হিসেবে ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।
অন্যদিকে মিম রশিদও মিডিয়ার বেশ পরিচিত মুখ। অন্যতম পরিচয় মডেল-অভিনেত্রী মিথিলার ছোট বোন তিনি। বিভিন্ন টিভি প্রডাকশনে ক্যামেরার পেছনে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাবিনা ইয়াসমীনের কন্ঠে নতুন দেশাত্মবোধক গান
সাবিনা ইয়াসমীনের কন্ঠে নতুন দেশাত্মবোধক গান
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
সুমনের অ্যানিমেশন গানচিত্র ‘বোকা মানুষ’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
তৌকীর আহমেদের ‘ধূসর প্রজাপতি’, অভিনয়ে শ্যামল-আইশা
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’
সাউথ আফ্রিকায় যাচ্ছে ‘আনটাং’