X
রবিবার, ১৪ আগস্ট ২০২২
৩০ শ্রাবণ ১৪২৯

১৬ ডিসেম্বর আসছে ‘জিন’

বিনোদন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৯, ১৮:৪৭আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৫:৫২

রোশান-মুন এবং পূজা-সজল চলতি বছরে শুরু হওয়া জাজ মাল্টিমিডিয়ার একমাত্র নতুন ছবি ‘জিন’। আব্দুন নূর সজল-পূজা চেরী এবং রোশান-মুন জুটির এ চলচ্চিত্রটির কাজ শেষ পর্যায়ে। বাকি আছে শুধু গান ও একদিনের প্যাচওয়ার্ক। সঙ্গে চলছে মুক্তির প্রক্রিয়াও।
জানা গেছে, আসছে বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) ছবিটি মুক্তি পাচ্ছে।
বিষয়টি জানালেন অভিনেতা ও চলচ্চিত্রটির নির্মাতা নাদের চৌধুরী।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘বেশ বড় ফ্রেমের ছবি ‘জিন’। কাজ একেবারেই শেষ পর্যায়ে। আর একদিন শুটিং করবো। তারপর গানের কাজ হবে। এরমধ্যে দুটি গান দেশে ও অপরটি বিদেশে করার পরিকল্পনা আছে।’’
গান তিনটির দুটি হলো ‘ঢঙ্গি ছেলে’ ও ‘নাই রে নাই রে জিন’। এরমধ্যে ‘ঢঙ্গি ছেলে’ শিরোনামের গানটি বালি অথবা ব্যাংককে করার ইচ্ছে পরিচালকের।
নাদের চৌধুরী আরও বলেন, ‘কলকাতায় এখন সম্পাদনার কাজ চলছে। গানের দৃশ্যগুলো হয়ে গেলে আমরা চলচ্চিত্রটি সেন্সরে পাঠাবো। সব ঠিক থাকলে এটি ১৬ ডিসেম্বর উপলক্ষে মুক্তি পাবে।’
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ২০১২ সাল থেকে নিয়মিত চলচ্চিত্র প্রযোজনা করে আসছে। এ পর্যন্ত প্রায় ৪০টি সিনেমা প্রযোজনা করেছে তারা। মাঝে বছরখানেক এই প্রতিষ্ঠান থেকে নতুন কোনও সিনেমার শুটিং হয়নি।
‘জিন’-এর মাধ্যমে চলতি বছরের প্রথম ছবির কাজ শুরু করে তারা।

/এম/এমএম/এমওএফ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
বুয়েটে পুনরায় ছাত্র রাজনীতি চালুর অনুরোধ ছাত্রলীগ সভাপতির
বুয়েটে পুনরায় ছাত্র রাজনীতি চালুর অনুরোধ ছাত্রলীগ সভাপতির
স্বাস্থ্যের সাবেক ডিজিসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
স্বাস্থ্যের সাবেক ডিজিসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
সুইজারল্যান্ডের কাছে ৬৭ জনের তথ্য চেয়ে পাওয়া গেছে একজনের
সুইজারল্যান্ডের কাছে ৬৭ জনের তথ্য চেয়ে পাওয়া গেছে একজনের
টিকিট না পাওয়ায় ‘পরাণ’ ও ‘হাওয়া’র শো’ই কিনে নিলেন প্রবাসী
টিকিট না পাওয়ায় ‘পরাণ’ ও ‘হাওয়া’র শো’ই কিনে নিলেন প্রবাসী
এ বিভাগের সর্বশেষ
টিকিট না পাওয়ায় ‘পরাণ’ ও ‘হাওয়া’র শো’ই কিনে নিলেন প্রবাসী
টিকিট না পাওয়ায় ‘পরাণ’ ও ‘হাওয়া’র শো’ই কিনে নিলেন প্রবাসী
অক্টোবরেই আসছে আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’
অক্টোবরেই আসছে আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’
‘তারেক মাসুদ নিজের মতো করে চলচ্চিত্র নির্মাণের দুঃসাহস করেছেন’
স্মরণে তারেক মাসুদ‘তারেক মাসুদ নিজের মতো করে চলচ্চিত্র নির্মাণের দুঃসাহস করেছেন’
বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে ‌‘লাল সিং চাড্ডা’? 
বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে ‌‘লাল সিং চাড্ডা’? 
২৮ অক্টোবর মুক্তি পাচ্ছে রাজ-মিমের ‘দামাল’
২৮ অক্টোবর মুক্তি পাচ্ছে রাজ-মিমের ‘দামাল’