X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

১৬ ডিসেম্বর আসছে ‘জিন’

বিনোদন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৯, ১৮:৪৭আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৫:৫২

রোশান-মুন এবং পূজা-সজল চলতি বছরে শুরু হওয়া জাজ মাল্টিমিডিয়ার একমাত্র নতুন ছবি ‘জিন’। আব্দুন নূর সজল-পূজা চেরী এবং রোশান-মুন জুটির এ চলচ্চিত্রটির কাজ শেষ পর্যায়ে। বাকি আছে শুধু গান ও একদিনের প্যাচওয়ার্ক। সঙ্গে চলছে মুক্তির প্রক্রিয়াও।
জানা গেছে, আসছে বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) ছবিটি মুক্তি পাচ্ছে।
বিষয়টি জানালেন অভিনেতা ও চলচ্চিত্রটির নির্মাতা নাদের চৌধুরী।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘বেশ বড় ফ্রেমের ছবি ‘জিন’। কাজ একেবারেই শেষ পর্যায়ে। আর একদিন শুটিং করবো। তারপর গানের কাজ হবে। এরমধ্যে দুটি গান দেশে ও অপরটি বিদেশে করার পরিকল্পনা আছে।’’
গান তিনটির দুটি হলো ‘ঢঙ্গি ছেলে’ ও ‘নাই রে নাই রে জিন’। এরমধ্যে ‘ঢঙ্গি ছেলে’ শিরোনামের গানটি বালি অথবা ব্যাংককে করার ইচ্ছে পরিচালকের।
নাদের চৌধুরী আরও বলেন, ‘কলকাতায় এখন সম্পাদনার কাজ চলছে। গানের দৃশ্যগুলো হয়ে গেলে আমরা চলচ্চিত্রটি সেন্সরে পাঠাবো। সব ঠিক থাকলে এটি ১৬ ডিসেম্বর উপলক্ষে মুক্তি পাবে।’
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ২০১২ সাল থেকে নিয়মিত চলচ্চিত্র প্রযোজনা করে আসছে। এ পর্যন্ত প্রায় ৪০টি সিনেমা প্রযোজনা করেছে তারা। মাঝে বছরখানেক এই প্রতিষ্ঠান থেকে নতুন কোনও সিনেমার শুটিং হয়নি।
‘জিন’-এর মাধ্যমে চলতি বছরের প্রথম ছবির কাজ শুরু করে তারা।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার