X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

হংকংয়ে কান উৎসব সপ্তাহ

বিনোদন ডেস্ক
১৬ অক্টোবর ২০১৯, ০০:০০আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০০:০৭

হংকংয়ে কান উৎসব সপ্তাহ কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসরের সমাপনীর আগের দিন (২৪ মে) সকালে ঘোষণাটি দেওয়া হয়েছিল। ঘনিয়ে এসেছে সেই সময়। হংকংয়ে আগামী ১২ নভেম্বর পর্দা উঠবে কান উৎসব সপ্তাহের। এশিয়ায় এমন আয়োজন এটাই প্রথম।

কাউলুনের সিম সা সুই এলাকায় কে-ইলেভেন মিউজিয়ায় দেখা যাবে কানের ৭২তম আসরে অফিসিয়াল সিলেকশনে থাকা ছয়টি ছবি। এর মধ্যে আছে সেরা পরিচালকের পুরস্কারজয়ী বেলজিয়ামের ভ্রাতৃদ্বয় জ্যঁ-পিয়েরে দারদেন ও লুক দারদেনের ‘ইয়াং আহমেদ’। ফরাসি নারী নির্মাতা সেলিন সিয়ামা ‘পোর্ট্রেট অব অ্যা লেডি অন ফায়ার’ সেরা চিত্রনাট্যকারের স্বীকৃতি পেয়েছেন। হংকংয়ে রয়েছে এটিও। এছাড়া আঁ সাঁর্তে রিগার বিভাগের সেরা চলচ্চিত্র ব্রাজিলের করিম আইনুজ পরিচালিত ‘দ্য ইনভিজিবল লাইফ অব ইউরিজিসি গুজমাও’ আছে তালিকায়।

দৃশ্য: ‘দ্য ইনভিজিবল লাইফ অব ইউরিজিসি গুজমাও’ অন্য তিনটি ছবি হলো প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ইতালির মার্কো বেলোচ্চিওর ‘দ্য ট্রেইটর, আঁ সার্তে রিগার বিভাগে সেরা অভিনয়ের পুরস্কারজয়ী ফ্রান্সের চিয়ারা মাস্ত্রোইয়ান্নি অভিনীত ‘অন অ্যা ম্যাজিক্যাল নাইট’ এবং বিচারকদের মুগ্ধ করা যুক্তরাষ্ট্রের মাইকেল অ্যাঞ্জেলো কভিনোর ‘দ্য ক্লাইম্ব’।

শুধু চলচ্চিত্র প্রদর্শনী নয়, সিনেমা দুনিয়ার খ্যাতিমান নির্মাতা ও বোদ্ধাদের অংশগ্রহণে থাকবে মাস্টারক্লাস। এর মধ্যে ১৪ নভেম্বর দেখা যাবে ‘ইয়াং আহমেদ’ ছবির দুই পরিচালক জ্যঁ-পিয়েরে দারদেন ও লুক দারদেনকে। তারা সেই আট নির্মাতার তালিকায় আছেন যারা দু’বার করে স্বর্ণ পাম জিতেছেন। ১৫ নভেম্বর কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমোর বিশেষ উপস্থাপনায় থাকবে অগুস্ত ও লুই লুমিয়ের ভ্রাতৃদ্বয়ের কাজের বিবরণ। এছাড়া ১৩ নভেম্বর বিশেষ একজন অতিথি হাজির হবেন, তবে তার নাম ঘোষণা করা হয়নি। ছয় দিনের কান উৎসব সপ্তাহের সমাপনী হবে ১৭ নভেম্বর।

(ওপরে বাঁ থেকে) দ্য ক্লাইম্ব ও ইয়াং আহমেদ, (নিচে ডান থেকে) দ্য ট্রেইটর ও অন অ্যা ম্যাজিক্যাল নাইট আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে টিকিট বিক্রি। থিয়েরি ফ্রেমো ও কান উৎসবের সভাপতি পিয়েরে লেসকিউরের সঙ্গে যৌথভাবে কান উৎসব সপ্তাহ আয়োজন করেছেন কে-ইলেভেন গ্রুপের প্রতিষ্ঠাতা ও নিউ ওয়ার্ল্ড ডেভেলপমেন্টের নির্বাহী ভাইস-চেয়ারম্যান আড্রিয়ান চেঙ।

দৃশ্য: ‘পোর্ট্রেট অব অ্যা লেডি অন ফায়ার’ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ভাবা হয় কানকে। ১৯৪৬ সালে বসেছিল এর প্রথম আসর। খ্যাতিমান নির্মাতাদের কাজ দেখতে প্রতি বছরের মে মাসে তামাম দুনিয়ার রথী-মহারথীরা জড়ো হন কানসৈকতে। হংকংয়ের নির্মাতা ওঙ কার-ওয়াই, জনি টো, আন হুই ও সুই হার্ক স্মরণীয় ছবি উপহার দিয়ে কান উৎসবকে সমৃদ্ধ করেছেন। তাই এবার সেখানে কান উৎসব সপ্তাহ আয়োজনের মাধ্যমে এর তাৎপর্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। 

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
বিনোদন বিভাগের সর্বশেষ
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
 ‘হেরাফেরি’তে ফিরছেন পরেশ রাওয়াল
 ‘হেরাফেরি’তে ফিরছেন পরেশ রাওয়াল
সাবিনা ইয়াসমীনের কণ্ঠে নতুন দেশাত্মবোধক গান
সাবিনা ইয়াসমীনের কণ্ঠে নতুন দেশাত্মবোধক গান