X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

এ সপ্তাহের ছবি ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’

বিনোদন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৯, ০০:১১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৭:১১

‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ এর একটি দৃশ্য এ সপ্তাহের ছবি হিসেবে আজ (১৩ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’।
ঝিলিক কথাচিত্রের ব্যানারে নির্মিত ছবিটি দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানান এর পরিচালক মুস্তাফিজুর রহমান বাবু। এতে অভিনয় করেছেন কাজী হায়াৎ, রুবেল, অমিত হাসান, মারুফ, ইলিয়াস কোবরা, অরিন, পুষ্পিতা প্রমুখ।  
তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জীবন নিয়ে নির্মিত হয়েছে ছবিটি।
পরিচালক বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের স্বার্থ রক্ষার কথাই বলা হয়েছে এখানে। পাশাপাশি দেশের সবচেয়ে বড় আয়ের উৎস এই শিল্পের ক্ষতি করার জন্য যে একটি মহল ষড়যন্ত্র করছে, সেই বিষয়ও উঠে এসেছে ছবিতে।’
ছবিটির গান লিখেছেন ও সুর করেছেন ফিরোজ প্লাবন। কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, বেবি নাজনীন, মনির খান, পড়শি, কোনাল, কর্নিয়া ও মুন।

নায়ক কাজী মারুফ বলেন, ‘অসাধারণ একটি চিত্রনাট্যনির্ভর সিনেমা এটি। অনেকদিন পর এই সিনেমা দিয়ে আমি পর্দায় ফিরবো। আশা করছি ভালো কিছুই হবে।’ এদিকে নায়িকা অরিন বলেন, ‘‘আমার ফিল্ম ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘ছিন্নমূল’-এ নায়ক ছিলেন কাজী মারুফ। এটি আমাদের জুটির দ্বিতীয় সিনেমা। আশা করছি সিনেমাটি সবার ভালো লাগবে।’’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু