X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

৫৬ বছরে বাংলাদেশ টেলিভিশন

বিনোদন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৯, ১৫:২৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ১৮:১৭

বিটিভি’র লগো বাংলাদেশ টেলিভিশন। বিটিভি নামেই যা বেশি পরিচিত। দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম স্থাপিত হয় এই টেলিভিশন সেন্টার। এটি স্থাপিত হয় ১৯৬৪ সালের এই দিনে (২৫ ডিসেম্বর)।
সে হিসেবে আজ ৫৫ পেরিয়ে ৫৬ বছরে পা রেখেছে সরকারি এই চ্যানেলটি। ঢাকার ডিআইটি ভবনে (বর্তমান রাজউক ভবন) তৎকালীন পাকিস্তান টেলিভিশন করপোরেশনের ঢাকা কেন্দ্র উদ্বোধন করা হয়। স্বাধীনতার পর এর নাম রাখা হয় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। শুরুতে বিটিভি ছিল সাদাকালো। ১৯৮০ সালে এটি রঙিন জগতে প্রবেশ করে।
এদিকে বিশেষ এই দিনটিকে ঘিরে বিটিভিতে সম্প্রচার হবে বেশ কিছু অনুষ্ঠান। যার মধ্যে অন্যতম ‘পপ টিউন’। অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিটিভির জন্মলগ্ন থেকে এ পর্যন্ত জনপ্রিয় পপসংগীতগুলো নিয়ে। গান ও আড্ডায় মুখরিত এই অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন সুমন সাহা।
‘পপ টিউন’ অনুষ্ঠানে ফেরদৌস ওয়াহিদ ও কাজী হাবলু মনিরুল হাসানের প্রযোজনায় ও ফোয়াদ নাসের বাবুর সংগীত পরিচালনায় ‘পপ টিউন’-এ সংগীত পরিবেশন করবেন ফেরদৌস ওয়াহিদ, ফকির আলমগীর, কাজী হাবলু, নাসিম আলী খান, মেহরীন, রমা, লুমিন, সুমন, সুজন আরিফ, সাব্বির ও রুমন। প্রয়াত সংগীতশিল্পী আজম খান, পিলু মমতাজ, লাকী আখন্দ, হ্যাপী আখন্দ ও আইয়ুব বাচ্চুর গানসহ পপ সংগীতের জনপ্রিয় গানগুলো এ প্রজন্মের শিল্পীরা পরিবেশন করবেন এই আয়োজনে।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে আছেন বিটিভি’র পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীস এষ। অনুষ্ঠানটি প্রচার হবে আজ (২৫ ডিসেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক