X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্যোগে ‘গাল্লিবয়’-এর গান

বিনোদন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২০, ২১:৩৩আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৪:৫২

ভিডিওতে রোহিঙ্গা শিশুদের সঙ্গে ‘গাল্লি বয়’ জুটি মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্যোগে এবার প্রকাশ হলো ‘গাল্লিবয়’ খ্যাত জুটি তবীব ও রানা মৃধার নতুন গান।
আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে শুক্রবার (২৪ জানুয়ারি) সংস্থাটির ফেসবুক পেইজে মিউজিক ভিডিওটি প্রকাশ হয়। এতে বাংলাদেশে থাকা রোহিঙ্গা ও স্থানীয় সব শিশুর শিক্ষার প্রতি সমর্থন জানাতে বাংলাদেশের জনগণ ও বিশ্ববাসীর কাছে আবেদন জানানো হয়েছে।
‘যেহেতু মানবতা কোনও জাতি কিংবা সীমানার প্রাচীরে বাঁধা নয়, তাই নির্যাতিত রোহিঙ্গা শিশুদের শিক্ষার জন্য কাজ করাটা আমাদের সবার দায়িত্ব। এই বিশ্বাসবোধ থেকে রোহিঙ্গা শিশুদের শিক্ষার জন্য গান গাওয়া। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নির্যাতিত রোহিঙ্গা শিশুদের শিক্ষাদানের জন্য কাজ করছে জেনে আমি এই সংস্থাটির সঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ হয়েছি’, বলেছেন গানটির অন্যতম শিল্পী ও গীতিকার মাহমুদ হাসান তবীব।
ইংরেজি সাবটাইটেলসহ প্রকাশ হওয়া বাংলা গানটির দুটি পঙক্তি এরকম- আজকের সব শিশু শিক্ষার আলো পেলে আগামীর পৃথিবীর ঝলমলে রূপ, অন্যথা ভুল হবে অন্যায় বেড়ে যাবে পাপীদের দাবানলে রবে নিশ্চুপ।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর দক্ষিণ এশিয়া বিষয়ক ক্যাম্পেইনার সাদ হাম্মাদি বলেছেন, ‘শিক্ষার সঙ্গে প্রত্যাবাসনের কোনও বিরোধ নেই। বরং যথাযথ ভাষায় মানসম্মত ও স্বীকৃত কারিকুলামে দেওয়া শিক্ষা রোহিঙ্গা শিশুদের নিজেদের অধিকার দাবি করার মতো যোগ্য করে গড়ে তুলতে পারে। এতে তারা যে সমাজ ও অর্থনীতিতে বাস করবে তাতে অবদান রাখতে পারবে।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, মিয়ানমার সেনাবাহিনীর মানবতাবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী দেশটি থেকে পালিয়েছেন। এদের মধ্যে প্রায় ৫ লাখ হলেন ১৮ বছরের কম বয়সী শিশু; যারা কক্সবাজারের ক্যাম্পে দিনাতিপাত করছেন। কক্সবাজার এলাকায় প্রাথমিক স্কুলে ভর্তির হার দেশের সর্বনিম্ন ৭১ শতাংশ এবং ঝরে পড়ার হার দ্বিতীয় সর্বোচ্চ ৩১ শতাংশ।

‘গাল্লিবয়’ রানার উত্থান যেন রূপকথার রাজকুমারের মতোই। কামরাঙ্গীরচরের ৮ নম্বর গলিতে বেড়ে ওঠা রানাকে নিয়ে প্রথম গান ‘গাল্লিবয়’ প্রকাশ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ হাসান তবীব। এই জুটি এরপর আনে ‘গাল্লিবয় পার্ট-টু’ ও ‘পার্ট-থ্রি’, ‘হিপহপ পুলিশ’ প্রভৃতি। আর প্রতিটি গানই মিলিয়ন ভিউ ছুঁয়েছে ইউটিউবে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
বিনোদন বিভাগের সর্বশেষ
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি