X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

হলিউডের ‘ঢাকা’ ছবির নাম পরিবর্তন, এলো প্রথম লুক

বিনোদন ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৮

হলিউডের ‘ঢাকা’ ছবির নাম পরিবর্তন, এলো প্রথম লুক গত বছর থেকেই ‘ঢাকা’ ছবি নিয়ে বেশ হুল্লোড়। কারণটা হলিউডের এ ছবিতে অভিনয় করছেন মার্ভেল সুপারহিরো থরখ্যাত অভিনেতা ক্রিস হেমসওর্থ। তারচেয়েও বড় বিষয় চলচ্চিত্রটির নাম ও প্রেক্ষাপট ছিল ‘ঢাকা’।
তবে প্রাথমিক অবস্থায় সে নামে পরিচিত হলেও এটি পরিবর্তন করা হয়েছে সম্প্রতি। এর নাম এখন ‘এক্সট্রাকশন’।
আগামী ২৪ এপ্রিল এটি মুক্তি দেবে নেটফ্লিক্স। আর সে কারণেই প্রকাশ করা হয়েছে এর প্রথম লুক।
সেখানেও যেন সুপারহিরোর দ্যুতি ছড়িয়ে গেছেন ক্রিস। তেমনটাই ভাষ্য এর পরিচালক স্যাম হারগ্রেভের।
‘বলা যায়, তার নোংরা, দাড়িযুক্ত, রক্তমাখা লুক আনার জন্য তাকে বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। তবে শেষ পর্যন্ত তারচেয়েও গভীর লুক সে আমাদের দিয়েছে। মজার বিষয় হলো, এতেই তাকে আরও বেশি হ্যান্ডসাম মনে হয়েছে।’
চলচ্চিত্রটির বেশ কিছু স্থিরচিত্র প্রকাশ করেছে নেটফ্লিক্স। যেখানে আছেন নায়ক ক্রিসও।
যার একটিতে দেখা যায় বাংলাদেশের রিকশার পাশ দিয়ে হেঁটে আসছেন ক্রিস। অন্য একটিতে ছোট ছেলেকে উদ্ধার করছেন এ নায়ক।
নেটফ্লিক্সের জন্য নির্মিত এ ছবি জিম্মিদশা নির্ভর অ্যাকশন থ্রিলার ধাঁচের। এতে প্রধান নায়কের ভূমিকায় থাকছেন  ক্রিস হেমসওর্থ।
ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবির পরিচালক জো রুশো ও অ্যান্থনি রুশো ভ্রাতৃদ্বয়। গল্পে দেখা যাবে, ঢাকা শহরে অপহরণ হওয়া ভারতের একটি ছেলেকে উদ্ধারে সহযোগিতা করবে হেমসওর্থের চরিত্রটি।
সূত্র: ইউএসএ টুডে

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার