X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

হোম কোয়ারেন্টিনে গিটার শিখছেন মৌসুমী হামিদ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৪ মার্চ ২০২০, ০৯:৩৪আপডেট : ২৪ মার্চ ২০২০, ১৬:১০

গিটার বাজানো শিখছেন মৌসুমী হামিদ অভিনেত্রী মৌসুমী হামিদ এখন হোম কোয়ারেন্টিনে আছেন। কারণ, হাতে থাকা সব রকমের শুটিং স্থগিত। তিনি নিজেও বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ সচেতন শুরু থেকেই।

তবে নতুন খবর হলো, ঘরে কাটানো অলস সময়টাতে এবার তিনি হাতে তুলে নিলেন গিটার। জানান, বহুদিনের শখ গিটার শেখার। এবার সেই শখটাকে পূর্ণ করতে চাচ্ছেন। অন্যরা যারা বাসায় আছেন, তাদের প্রতিও মৌসুমির একই বার্তা— ‌‘ঘরে বসে দুশ্চিন্তায় না ডুবে এমন কিছু আনন্দময় কাজ করুন। দেখবেন হালকা লাগছে।’ ‌
এরমধ্যে গিটারের পাঁচটি ক্লাস শেষ করেছেন এই অভিনেত্রী। বলছেন, ‘গিটার শেখার বড় সাধ ছিল আমার। কিন্তু সময় সুযোগের অভাবে সেটা এতকাল করা হয়নি। হোম কোয়ারেন্টিনের এই সময়টাকে আমি উপহার হিসেবে নিলাম। এই পরিস্থিতি তৈরি না হলে হয়তো জীবনে আর গিটার হাতে তোলা হতো না। নিজেকে এভাবে সুরেলা সময় উপহার দেওয়া হতো না।’
সোমবার (২৩ মার্চ ) রাতে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা এক ভিডিও বার্তায় মৌসুমী জানান, ‘সময়টা খুব খারাপ যাচ্ছে, এতে সন্দেহ নেই। গোটা বিশ্ব একই মহামারিতে স্তব্ধ প্রায়। কিন্তু এই স্তব্ধ সময়টাকে আর কতদিন আমরা খারাপ হিসেবে ধরে রাখবো। মূলত এই খারাপ সময়ে নিজেকে ও অন্যদের মধ্যে কিছু সুখের মোমেন্ট তৈরি করে দেওয়ার জন্যই আমি এই গিটারটির আশ্রয় নিলাম। আমি চাই আপনারাও ঘরে বসে এমন সুন্দর সুন্দর কিছু মোমেন্ট শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায়। যাতে এই অসহায় সময়ের মধ্যেও মানুষ একটু স্বস্তি পায়। লেটস বি পজেটিভ, অ্যান্ড স্টে হোম।’
মৌসুমীর ভিডিও বার্তা:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার