X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

করোনার কারণে স্থগিত এবারের ‘লালযাত্রা’

বিনোদন রিপোর্ট
২৫ মার্চ ২০২০, ১৪:১৭আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৫:০৯




লালযত্রা ২৫ মার্চের কালরাতকে স্মরণ করে প্রতি বছর আয়োজিত হয় ব্যতিক্রমী ‘লালযাত্রা’। গেল ১০ বছর ধরে এটি আয়োজন করে আসছে নাটকের দল প্রাচ্যনাট।


এবার ১০ম আয়োজন হওয়ার কথা ছিল। প্রাচ্যনাট সদস্যদের মধ্যে ছিল সব রকমের প্রস্তুতিও। তবে শেষ পর্যন্ত করোনাভাইরাস প্রকোপের কারণে সেটি স্থগিত করা হয়।
আজ, ২৫ মার্চ সকালে এমনটাই নিশ্চিত করে প্রাচ্যনাট।
দলটির মুখ্য সম্পাদক তৌফিকুল ইসলাম ইমন বলেন, ‌‌‘আপনারা জানেন আমরা বিগত দশ বছর ধরে ২৫ মার্চের ভয়াল কালরাত্রি স্মরণে বিশেষ এই আয়োজন করে আসছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে আমরা কোথাও জনসমাগম করতে চাইছি না। ফলে এ বছরের লালযাত্রাটি হচ্ছে না।’
সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (টিএসসি) থেকে প্রতি বছর ২৫ মার্চ বিকালে এটি শুরু হয়।
এরপর প্রাচ্যনাট সবান্ধব হেঁটে যায় স্মৃতি চিরন্তন চত্বর (ফুলার রোড সড়কদ্বীপ) পর্যন্ত। সদস্যরা সাজেন লাল আর কালো পোশাকে, হাতে থাকে লাল গোলাপ। গাওয়া হয় দেশের গান। স্মৃতি চিরন্তন চত্বরে সকল শহীদদের প্রতি সম্মানার্থে প্রদীপ প্রজ্জ্বালনের মধ্য দিয়ে শেষ হয় ‘লালযাত্রা’।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু