X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

মুন্নীর জন্মদিনে তাপসের গান চমক (অডিও)

সুধাময় সরকার
০৬ মে ২০২০, ১১:০৪আপডেট : ০৬ মে ২০২০, ১৫:৫৯

গানটির শুটিংয়ে তাপস-নারগিস (বামে), ডানে তাপস-মুন্নী দম্পতি ‘আমার জীবনের অন্যতম আগ্রহের দিন ৫ মে। এই দিনে ইচ্ছে করে, পৃথিবীর যা কিছু সুন্দর তার সবটুকুই আমার সবচেয়ে প্রিয় মানুষটির হাতে তুলে দিতে। সেটা তো আর সম্ভব নয়। তাই এবার চেষ্টা করেছি, কথা-সুরে আমার কাছে থাকা সর্বোচ্চ সুন্দরটুকু সেই প্রিয়জনের সামনে তুলে ধরার।’

কথাগুলো বললেন সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস। যার প্রতিধ্বনি মিলেছে আন্তর্জাতিক একাধিক প্ল্যাটফর্মে প্রকাশিত একটি বিশেষ গানের মাধ্যমে। ‘নিত দিন জিয়া মারা’ শিরোনামে হিন্দি ভাষার এই গানটি প্রকাশ হলো ৫ মে। কারণ, এই দিনটিতে পৃথিবীতে এসেছেন কৌশিক হোসেন তাপসের জীবনের সহযাত্রী গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন, ফ্যাশন বিশেষজ্ঞ ও সফল নারী উদ্যোক্তা ফারজানা মুন্নী।

তার জন্মদিনে দেশ-বিদেশের প্রায় দুই শতাধিক মিউজিশিয়ান, গীতিকার-সুরকার, কণ্ঠশিল্পী, অভিনয়শিল্পী, চিত্রশিল্পী তথা সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ শুভেচ্ছাস্বরূপ ভিডিও বার্তা পাঠান, যা দিনভর প্রকাশিত হয়েছে গানবাংলা’র ফেসবুক পেইজে
‘নিত দিন জিয়া মারা’ গানটির অডিও প্রকাশ পেয়েছে স্পটিফাই, আই টিউনস, গানা, জিও সাওয়ান ছাড়াও বেশক’টি আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে। কুমারের প্রেমময় কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন বলিউডের সংগীত জুটি মিট ব্রস। আর গানটিকে স্ত্রী ফারজানা মুন্নীর জন্মদিনের (৫ মে) বিশেষ উপহার হিসেবে ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী তাপস। গানটির কথাগুলোও যেন স্ত্রীকে উদ্দেশ করেই গাইলেন এই শিল্পী।
তাপস জানান, বলিউডের অন্যতম নায়িকা নারগিস ফাখরিকে মডেল করে গানটির ভিডিও নির্মাণ হয়েছে তুরস্কের বিভিন্ন লোকেশনে। ভিডিওটির সম্পাদনাও শেষ। আগেই এই শিল্পী পরিকল্পনা করেছেন স্ত্রীর জন্মদিনকে ঘিরে নানা আয়োজনের মাধ্যমে ৫ মে ভিডিওটি উন্মুক্ত করার। কিন্তু চলমান করোনাভাইরাসের বিরূপ সময়ের কারণে সেটি স্থগিত করে শুধু অডিও প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কৌশিক হোসেন তাপস বলেন, ‘৫ মে আমার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য দিন। গেল এক বছর ধরেই মিট ব্রসকে আমার ইচ্ছার কথা বলে আসছিলাম এই দিনে গানটির অডিও-ভিডিও প্রকাশের জন্য। কিন্তু চলমান বৈশ্বিক পরিস্থিতির কথা ভেবে আমরা পুরনো সিদ্ধান্ত থেকে ফিরে এসেছি। অনেকটা নিঃশব্দে প্রকাশ করেছি গানটির অডিও।’
গানটির সংগীত পরিচালক মিট ব্রস জুগলের ইচ্ছা, আসছে ঈদ উৎসবে ভিডিওটি প্রকাশের।
এদিকে জন্মদিনের উপহার হিসেবে গানটির অডিও শুনতে পেরে বেশ উচ্ছ্বসিত ফারজানা মুন্নী। তার ভাষ্যে, ‘আমার জন্মদিন মানেই তাপসের সারপ্রাইজ! এবারের উপহারটিও আমার জন্য সবচেয়ে বিশেষ কিছু। আমি মুগ্ধ।’
নিত দিন জিয়া মারা’ গানটি শোনা যাবে এই লিংকে গেলেই:
https://gaana.com/album/nit-din-jiyan-maran?fbclid=IwAR3HxUCuw4lsweHWBSS7VrQKqh_smGsPDIwSU1YXmp9bqjT26jz7subRly8
দেশীয় চলচ্চিত্রের সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া কৌশিক হোসেন তাপস একাধারে কণ্ঠশিল্পী-সংগীত পরিচালকও বটে। দেশের একমাত্র মিউজিক্যাল চ্যানেল গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালকও তিনি। এই চ্যানেলে প্রচারিত ‘উইন্ড অব চেঞ্জ’ অনুষ্ঠানটির মাধ্যমে সংগীতে অবদানের জন্য যিনি ভারতের মর্যাদাপূর্ণ দুটি সম্মাননা ‘দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৮’ এবং ‘মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার-২০১৮’ ঘরে তুলেছেন।
অনুদান হস্তান্তর শেষে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন তাপস-মুন্নি দম্পতি গান আর চলচ্চিত্র নয়, তাপস-মুন্নী দম্পতি নিজেদের প্রতিষ্ঠান গানবাংলা, ওয়ান মোর জিরো কমিউনিকেশন ও টিএম নেটওয়ার্ক-এর পক্ষ থেকে মানবতার সেবায় ৫০ লাখ টাকা জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। পাশাপাশি চলমান করোনাকাল থেকে উত্তরণ ও বাংলা সংগীতকে বৈশ্বিক প্রতিযোগিতায় নিয়ে যাওয়ার পথ খুঁজতে গানবাংলা টিভির ব্যানারে দেশ ও বিদেশের উল্লেখযোগ্য শিল্পীদের সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করেছেন ‘পাওয়ার কাপল’-খ্যাত এই তারকা দম্পতি।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার