X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১

সাদাত হোসাইনের সিনেমা এবার টিভিতে

বিনোদন রিপোর্ট
২৯ মে ২০২০, ২২:৫৩আপডেট : ৩০ মে ২০২০, ১৩:২০

একটি দৃশ্যে আসিফ আকবর ও তানজিকা আমিন সময়ের সবচেয়ে জনপ্রিয় সাহিত্যিক সাদাত হোসাইন নির্মিত প্রথম চলচ্চিত্র ‘গহীনের গান’। বাংলাঢোল প্রযোজিত এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছর। এবার সেটি ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে।

কণ্ঠশিল্পী আসিফ আকবর অভিনীত এই মিউজিক্যাল ফিল্মটি এবার ঈদুল ফিতর উপলক্ষে দেখা যাবে আরটিভির পর্দায়। ৩১ মে ঈদের সপ্তমদিন দুপুর ২টা ১০ মিনিটে এটি সম্প্রচারের কথা রয়েছে।
ছবিটির নির্বাহী প্রযোজক এনামুল হক বলেন, ‌‘সব শ্রেণি-পেশার মানুষ এখন ঘরে বসে সময় কাটাচ্ছেন। টেলিভিশনের বিপুল দর্শককে একটি নান্দনিক ছবি উপহার দিচ্ছি আমরা। আমাদের বিশ্বাস, সিনেমা হলের দর্শকদের পাশাপাশি এবার ড্রয়িংরুমকেন্দ্রিক দর্শকদের কাছেও প্রশংসিত হবে ছবিটি।’
ছবিটির চিত্রনাট্যকার ও নির্মাতা সাদাত হোসাইন বলেন, ‘উপযুক্ত একটি সময়ে ছবিটির টিভি প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিভিন্ন কারণে যারা হলে যেতে পারেননি, তারা এবার এটি উপভোগ করতে পারবেন।’
আসিফ আকবর প্রথমবারের মতো বড়পর্দায় এসেছেন এই চলচ্চিত্রের মাধ্যমে। তিনি বলেন, ‘মুক্তির দিন থেকে দেশের বিভিন্ন সিনেমা হলে দর্শকদের সরাসরি প্রতিক্রিয়ার সাক্ষী আমি। আমি আবারও দর্শকদের ভালোবাসায় মুগ্ধ হতে চাই। সবাইকে ছবিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’
‘গহীনের গান’-এ আসিফ আকবর ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, তানজিকা আমিন, তমা মির্জা, আমান রেজা, কাজী আসিফ রহমান, তুলনা আল হারুন প্রমুখ। এতে ব্যবহার করা হয়েছে আসিফ আকবরের গাওয়া নয়টি নতুন গান। বেশিরভাগই লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ মুন্সী।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বর্ণপাম পেয়ে কানে ইতিহাস গড়লো জাপানের স্টুডিও জিবলি
কান উৎসব ২০২৪স্বর্ণপাম পেয়ে কানে ইতিহাস গড়লো জাপানের স্টুডিও জিবলি
দেশে আসছে নতুন হিন্দি ছবি!
দেশে আসছে নতুন হিন্দি ছবি!
মোনালিসার স্মৃতিতে রঙিন প্রেমপত্রের গল্প
মোনালিসার স্মৃতিতে রঙিন প্রেমপত্রের গল্প
লালগালিচা ও প্রদর্শনীতে আলো ছড়ালেন ডেমি মুর-মার্গারেট কোয়ালি
কান উৎসব ২০২৪লালগালিচা ও প্রদর্শনীতে আলো ছড়ালেন ডেমি মুর-মার্গারেট কোয়ালি
মা হলেন ইয়ামি, জানালেন ১০ দিন পর
মা হলেন ইয়ামি, জানালেন ১০ দিন পর