X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নতুন ‘জলদস্যু’ মার্গট রোবি

বিনোদন রিপোর্ট
২৭ জুন ২০২০, ১৮:১৫আপডেট : ২৭ জুন ২০২০, ১৮:১৭

নতুন পথে যাত্রা শুরুর জন্য প্রস্তুত হচ্ছে ক্যারিবিয়ান জলদস্যুরা! এবার সামনে থাকবেন নারীরা। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের নতুন কিস্তিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী মার্গট রোবি। জলদস্যুদের নেতা হিসেবে দেখা যাবে ২৯ বছর বয়সী এই তারকাকে।




মার্গট রোবি জানা গেছে, নারীকেন্দ্রিক ছবিটিতে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো কিংবা পরিচিত কেউ থাকবে না। পুরোপুরি আলাদা গল্প ও নতুন কিছু চরিত্র নিয়ে সাজানো হবে এটি।
গত ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত মার্গট রোবির ‘বার্ডস অব প্রে’ ছবির ব্রিটিশ চিত্রনাট্যকার ক্রিস্টিনা হডসন নতুন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ লেখার দায়িত্ব পেয়েছেন। প্রযোজনা করবেন যথারীতি জেরি ব্রাকহেইমার।
সম্প্রতি ঘোষণা দেওয়া হয়, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ পুনরায় তৈরি হবে। এর গল্প লিখছেন টেড ইলিয়ট ও এইচবিও চ্যানেলের ‘চেরনোবিল’ সিরিজের স্রষ্টা ক্রেগ মাজিন। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি ছাড়া মার্গট রোবির ছবির সঙ্গে এর মিল নেই।
ডিজনিল্যান্ড থিম পার্কের রাইড অবলম্বনে ২০০৩ সালে শুরু ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজ। এ পর্যন্ত এর পাঁচটি ছবি মুক্তি পেয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির সবশেষ পর্ব ‘ডেড মেন টেল নো টেলস’ মুক্তি পায় ২০১৭ সালের ২৬ মে। পাঁচটি ছবিতেই ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ।
হলিউডে ব্যবসাসফল ছবিগুলো নারী চরিত্রকে কেন্দ্র করে নতুনভাবে তৈরি হচ্ছে। যেমন ২০১৬ সালে ‘গোস্টবাস্টারস’ ও ২০১৮ সালে ‘ওশানস’ সিরিজের ‘ওশানস এইট’। কিন্তু দুটোই বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি।
এদিকে ‘বার্ডস অব প্রে’র পর জেমস গানের পরিচালনায় ‘সুইসাইড স্কোয়াড টু’ ছবিতে হার্লি কুইন চরিত্রে আবারও অভিনয় করবেন মার্গট রোবি। ২০১৬ সালে ‘সুইসাইড স্কোয়াড’-এ চরিত্রটিতে প্রথমবার পর্দায় আসেন তিনি।
তথ্যসূত্র: দ্য হলিউড রিপোর্টার

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কানের লাল গালিচায় হাঁটতে কী লাগে, জানালেন প্রিয়তী
কানের লাল গালিচায় হাঁটতে কী লাগে, জানালেন প্রিয়তী
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
কান থেকে ভাবনা: নিজেকে ছোট অনুভব করাটাও দরকার
কান থেকে ভাবনা: নিজেকে ছোট অনুভব করাটাও দরকার
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী