X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘তাকদীর’ আসছে ১৮ ডিসেম্বর

বিনোদন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২০, ১৬:৪৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২১:৪৪

চঞ্চল চৌধুরী আগেই জানা গিয়েছিল ভারতীয় ওয়েব সিরিজ ‘তাকদীর’-এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। যেখানে অন্যতম চরিত্রে আছেন সানজিদা প্রীতি। গতকাল (৬ ডিসেম্বর) এসেছে এর একঝলক, ট্রেলার। আর আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে এটি। বিষয়টি নিশ্চিত করেছে ওটিটি প্রতিষ্ঠান হইচই। তাদের প্ল্যাটফর্মেই আসছে সিরিজটি।
চঞ্চল চৌধুরী-সানজিদা প্রীতি ছাড়াও এতে আরও আছেন মনোজ প্রামাণিক ও সোহেল মণ্ডল রানা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও পার্থ বড়ুয়া।

‘তাকদীর’-এর কেন্দ্রীয় চরিত্রে চঞ্চল চৌধুরী বলেন, ‘তাকদীরের মতো অভিনব একটি চরিত্রের রূপদান করার চ্যালেঞ্জটি নিতে পেরে আমি উচ্ছ্বসিত। আমি অত্যন্ত আনন্দিত যে, হইচইয়ের মতো বড় অনলাইন এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম এখন বাংলাদেশের নির্মাতাদের সাথে বাংলাদেশের দর্শকদের জন্য কাজ করছে। আমাদের দেশের সৃষ্টিশীলতা সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীর কাছে পৌঁছে যাচ্ছে, এটি একটি রোমাঞ্চকর অনুভূতি।’

সিরিজটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী ও সালেহ সোবহান অনীম। চিত্রনাট্য লিখেছেন নিয়ামত উল্লাহ মাসুম ও সৈয়দ আহমেদ শাওকী। সানজিদা প্রীতি

হইচই বাংলাদেশের প্রধান সাকিব আর খান জানান, চঞ্চল, প্রীতির মতো শিল্পীদের পেয়ে তারা খুব উচ্ছ্বসিত। তাদের অন্য সিরিজের মতো এটিও জনপ্রিয়তা পাবে বলে বিশ্বাস প্রতিষ্ঠানটির।

/এম/এমওএফ/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু