X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

‌‘দেবী’র পর ‘মুন্সিগিরি’তে শবনম ফারিয়া

বিনোদন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২১, ১৫:৩১আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৭:১৪

‘দেবী’ দিয়ে চলচ্চিত্রে দারুণ অভিষেক হয় টিভি অভিনেত্রী শবনম ফারিয়ার। এরপর বেশক’টি প্রস্তাব পেলেও তা করা হয়নি তার। ব্যস্ত ছিলেন টিভি নাটকেই।

অবশেষে আবারও চলচ্চিত্রে আসছেন এই তারকা। অমিতাভ রেজা চৌধুরীর ‘মুন্সিগিরি’তে দেখা যাবে তাকে। সহশিল্পী হিসেবে সঙ্গে পাচ্ছেন ‘দেবী’র মতোই চঞ্চল চৌধুরীকে।

বিষয়টি নিশ্চিত করেছেন অমিতাভ রেজা চৌধুরী নিজেই। জানালেন, আগামী মাস থেকে শুটিংয়ে যাচ্ছেন তারা।

ফারিয়াও জানালেন, সব ঠিক থাকলে আবারও চলচ্চিত্রে দেখা যাবে তাকে। এতে আরও দুই কেন্দ্রীয় চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা।

ফারিয়া বলেন, ‘এটা একটা রহস্য গল্প। সেই গল্পের একটা পার্ট হলো আমার চরিত্র। আমি চরিত্রটি প্রসঙ্গে এখনও ভালো জানি না। কিছু আনুষ্ঠানিকতা এখনও বাকি। এরপর পুরোটা বলতে পারবো।’

সিনেমার গল্পে এক সরকারি কর্মকর্তার মৃত্যুর রহস্য তদন্ত করবেন পুলিশের একজন গোয়েন্দা, মাসুদ মুন্সি। তাকে ঘিরেই ছবি। একেবারেই সাদামাটা অথচ প্রখর দৃষ্টিশক্তিসম্পন্ন বাংলাদেশি গোয়েন্দা কর্মকর্তা মাসুদ মুন্সি ও তার স্ত্রী পারভীন সুলতানার গল্প নিয়ে ছবিটি মুক্তি পাবে একটি ওয়েব প্ল্যাটফর্মে। এতে মাসুদ মুন্সি হিসেবে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী।

ওয়েব ফিল্মটির চিত্রনাট্য লিখছেন নাসিফ আমিন। প্রযোজনায় আছেন মাহজাবিন রেজা চৌধুরী।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার