X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১
বসন্ত-ভালোবাসা বিশেষ

ভালোবাসা বা ফাগুন বাদ, নিজের রঙে সাজবো

মেহজাবীন চৌধুরী, অভিনেত্রী
১৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪২

আজ (১৪ ফেব্রুয়ারি) একই দিনে দুটি উপলক্ষ- বসন্তবরণ ও ভালোবাসা দিবস। তাই এবার ভালোবাসার রঙে পড়বে হালকা আগুনছটাও। খোঁজ নিয়ে জানা গেলো, শোবিজের মানুষরা নিজ কাজে ব্যস্ত থাকলেও নিজেদের মতো করে দিনটিকে একটু আলাদাভাবে কাটাবেন। সেই দিনলিপি নিয়ে তারকাদের বয়ানে সাজানো হয়েছে এই আয়োজন- মেহজাবীন চৌধুরী

আজকের দিনটি আমার ছুটি। ইচ্ছে করেই ছুটি রেখেছি। আজ থেকে বেশ কিছু দিনের ব্রেক নিলাম। এত কাজের ভিড়ে একটু তো নিজের জন্য সময় দরকার। অনেক দিন বন্ধুদের সঙ্গে দেখা হয়নি।

তাই সুযোগ যখন পেয়েছি, আজ সারা দিন বন্ধুদের সঙ্গে সময় কাটাবো। ফাগুন বা ভালোবাসা দিবসে আগুন বা লাল-নীল রঙ পরে ছেলেমেয়েরা বাইরে বের হয়। আজ সেটা পরছি না। আমি নরমাল পোশাক পরবো। আর সাজগোজ একদমই থাকবে না। কারণ, কাজের প্রতিটি দিনই আমাকে মেকআপ নিতে হয়। অনেক ভারী হয় সেগুলো।

আর যেহেতু বন্ধুদের সঙ্গে থাকবো, আলাদা কোনও চরিত্র ধারণ করতে হচ্ছে না, তাই মেকআপবিহীনই থাকবো। এটা ঠিক যে, অনেক বছর পর একই দিনে ১ ফাল্গুন ও ১৪ ফেব্রুয়ারি পড়েছে; তাই দুটি দিবস একদিনে পাওয়াটা আমাদের কাছে একেবারেই নতুন। হয়তো দুটি দিবস আলাদা দিনে হলে অনেকের কাছে ভালো লাগতো। আমি সেভাবে ভাবছি না।

বন্ধুদের সঙ্গে মেহজাবীন (বামে) আমার কাছে মনে হচ্ছে, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারছি- এটা একটা সুযোগ।

তবে টিভি পর্দায় দিনব্যাপী আমি থাকছি। ইতোমধ্যে কিছু নাটক প্রচার হয়েছে। তবু আজ সারা দিন ১২-১৪টি কাজ প্রচার হবে। তাই দর্শকদের সঙ্গেও কিন্তু থাকছি।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র