X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১
বসন্ত-ভালোবাসা বিশেষ

ভালোবাসার মানুষের জন্য গিটার বাজালেন বুবলী!

বিনোদন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৫

বিশ্ব ভালোবাসা দিবসে যেন চমক নিয়ে হাজির হলেন চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি নিজেকে পরিচিত করেছেন ইউটিউবার হিসেবে। সেই ইউটিউবেই গিটার হাতে উপস্থিত হলেন তিনি। জানালেন, বিশেষ দিনটিতে ভালোবাসার মানুষের জন্য গিটারে তুললেন পছন্দের সুর।

এরপর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ২ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিওতে বুবলী ‘পাসওয়ার্ড’ ছবির একটি গানের কিছু অংশ গিটারে বাজিয়ে শোনান।

তখন তিনি বলেন, ‘আজকের এই বিশেষ দিনটিতে আমি সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আমার কাছে মনে হচ্ছিল, এই স্পেশাল দিনটাতে আমি আমার ভালোবাসার মানুষদের সঙ্গে একটু স্পেশালভাবে কাটাই, সবাইকে শুভেচ্ছা জানাই। যারা আমাকে একটু হলেও পছন্দ করেন, তাদের প্রতি আমার অনেক অনেক শুভ কামনা ও ভালোবাসা।’

এ সময় তিনি আরও জানান, সিনেমার বাইরে মিউজিক ভীষণ পছন্দ করেন এই চিত্রনায়িকা। বিশেষ করে বাদ্যযন্ত্র। ছোটবেলা থেকেই গিটার ও পিয়ানো তার খুব পছন্দের। আর সে কারণেই আজকের এই দিনে ভক্ত-দর্শকদের গিটার বাজিয়ে শোনালেন বুবলী।

সবশেষে বুবলী বলেন, ‘শুধু আজকের দিনই নয়, প্রতিদিনই যেন সবার ভালোবাসার দিন হিসেবে কাটে। সবাই পরিবারের সঙ্গে থাকুন, ভালো থাকুন ও নিরাপদে থাকুন। আর সবাইকে অনুরোধ করবো, মানুষের ভালোর জন্য বা নিজের ভালোর জন্য ক্ষুদ্র একটি কাজ হলেও প্রতিদিন যেন করার চেষ্টা করি।’

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র