X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

অনুরাগ-তাপসীর বাসায় আয়কর বিভাগের হানা

বিনোদন ডেস্ক
০৪ মার্চ ২০২১, ০১:০০আপডেট : ০৪ মার্চ ২০২১, ১৪:৩২

মুম্বাইয়ে একাধিক বলিউড তারকার বাড়িতে তল্লাশি চালিয়েছে ভারতীয় আয়কর বিভাগ।

বুধবার (৩ মার্চ) দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে বেশ উত্তেজনা ছড়িয়েছে। পরিচালক থেকে নায়িকা, কেউই বাদ যায়নি তাদের সেই তালিকা থেকে।

জানা যায়, পরিচালক অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী তাপসী পান্নুসহ প্রযোজনা সংস্থা, জনসংযোগ সংস্থা ও ‘ট্যালেন্ট ম্যানেজমেন্ট’ দফতর মিলিয়ে মোট ২০টি স্থানে হানা দিয়েছেন আয়কর কর্মকর্তারা।

অনেকের মতে, সরকারের বিরুদ্ধে নিয়মিত সরব থাকায় হেনস্তার শিকার হতে পারেন অনুরাগ ও তাপসী।

তারা দুজনই বহু বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলেছেন। এরমধ্যে সংশোধিত নাগরিকত্ব আইন, কৃষক আন্দোলন ছিল অন্যতম। এছাড়াও টুইটযুদ্ধে একাধিকবার তাদের পাওয়া গেছে। এমনকি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সময়েও কেন্দ্রীয় সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) বিরোধিতা করেছিলেন অনুরাগ। রিয়া চক্রবর্তীকে গ্রেফতারের ঘটনা মেনে নিতে পারেননি এ পরিচালক। সে সময়ও কথা বলেছেন অভিনেত্রী তাপসী, রিচা চাড্ডা ও স্বরা ভাস্কর।

মুম্বাইয়ের এক সংবাদ সংস্থার দাবি, অনুরাগদের প্রযোজনা সংস্থা ফ্যান্টম ফিল্মসের আর্থিক লেনদেন ঘিরেই শুরু হয়েছে আয়কর দফতরের এই তল্লাশি। অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোতওয়ানে, প্রযোজক মধু মন্টেনা ও বিকাশ বহেল এই প্রযোজনা সংস্থার উদ্যোক্তা। এর মাধ্যমে ‘লুটেরা’, ‘কুইন’, ‘বম্বে ভেলভেট’, ‘উড়তা পাঞ্জাব’-এর মতো উচ্চ প্রশংসিত ছবি পাওয়া গেছে। ফ্যান্টমের প্রযোজনায় ‘মনমরজিয়া’ ছবিতে কাজ করেছিলেন অভিনেত্রী তাপসী পান্নু।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র