X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

২৬ মার্চ মুক্তি পাচ্ছে নায়িকা দীঘির প্রথম ছবি!

বিনোদন রিপোর্ট
১৪ মার্চ ২০২১, ১৮:০৪আপডেট : ১৪ মার্চ ২০২১, ১৮:৩৭

গত ১২ মার্চ মুক্তি পেয়েছে নবাগত নায়িকা প্রার্থনা ফারদিন দীঘির ‘তুমি আছো তুমি নেই’। চলচ্চিত্রটি সিনেমা হলে ভালো সুবিধা করতে না পারলেও পরিচালক-নায়িকা দ্বন্দ্বে তুমুল আলোচনায় আছে।

সেই রেশ না ফুরাতেই এলো নতুন ছবি মুক্তির ঘোষণা। নায়িকা হিসেবে জনপ্রিয় শিশুশিল্পী দীঘি অভিনীত প্রথম ছবি এটি। নাম ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’।

জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত এই ছবিতে বঙ্গবন্ধু চরিত্রে দেখা যাবে শান্ত খানকে। তার বিপরীতে আছেন প্রার্থনা ফারদিন দীঘি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ২৬ মার্চ সারা দেশে মুক্তি পাবে ছবিটি। এটি আজই (১৪ মার্চ) ছাড়পত্র পেয়েছে।

দীঘি বললেন, ‘‘নায়িকা হিসেবে ‘তুমি আছো তুমি নেই’ আমার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হলেও ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ প্রথম অভিনীত ছবি। সেন্সর পেতে সময় লাগায় ‘তুমি আছো তুমি নেই’ আগে মুক্তি পেয়েছে।’’

শামিম আহমেদ রনীর চিত্রনাট্যে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ পরিচালনা করেছেন সেলিম খান।

সেলিম বলেন, ‘‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব ও কৈশোরের আদর্শ এবং সঠিক ইতিহাসের অনেক কিছু এখনও নতুন প্রজন্মের কাছে অজানা। তাই সেসব ইতিহাস নতুন প্রজন্মকে জানাতেই নির্মাণ করেছি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি। এটি মুক্তির ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। প্রেক্ষাগৃহের পাশাপাশি ছবিটি বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সকল স্কুল-কলেজে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে।’’

ছবিটির অন্যান্য চরিত্রে আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, জিয়াউল হাসান কিসলু, শিবা শানুসহ অনেকে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক