X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

জেমস বললেন ‌‘দুঃখিত’!

সুধাময় সরকার
২৬ মার্চ ২০২১, ০০:০৫আপডেট : ২৬ মার্চ ২০২১, ১৫:৩০

স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে জেমস বললেন, ‌‘দুঃখিত’! অথচ এই দিনটিকে ঘিরে গেলো ক’দিন ধরে ঢাকার অদূরে গাজীপুরে নেমেছিল উৎসবের আমেজ।

টানা দেড় বছর পর ফের এই রক তারকা গাজীপুরের রাজবাড়ি মাঠে যাবেন, ‘কী খবর বন্ধুরা...’ বলে সুবর্ণজয়ন্তীর উচ্ছ্বাসে ভাসাবেন অগুনতি ভক্তদের। কিন্তু সেটি আর হচ্ছে না।

বৃহস্পতিবার দিবাগত রাত ঠিক ১২টায়, মানে সুবর্ণজয়ন্তীর প্রথম প্রহরে খুদেবার্তা পাঠালেন নগরবাউলের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন। জেমসের পক্ষ থেকে বললেন, ‘দুঃখিত! শুক্রবার স্বাধীনতা কনসার্টে আমাদের দেখা হচ্ছে না। সারা দেশের মতো গাজীপুরেও করোনার প্রকোপ বাড়তে থাকায়, আপামর জনসাধারণের বৃহৎ স্বার্থে রাজবাড়ি মাঠের কনসার্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো!’

ভক্তদের এটাও জানাতে ভুললেন না জেমস, ‘ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন।’

অথচ ২৫ মার্চ দিনভর জেমস সংবাদ শিরোনামে ছিলেন, শুক্রবার (২৬ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মাতাবেন বলে উন্মুক্ত আকাশের নিচে গিটার হাতে। গত এক বছরে এটাই ছিল এই সুপারস্টারের একমাত্র ওপেন এয়ার কনসার্ট।

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কনসার্ট’ নামের বিশেষ এই আয়োজন করেছিল গাজীপুর সিটি করপোরেশন। যার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় মেয়র জাহাঙ্গীর আলম।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা