X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

মান্নার জন্মদিনে তাদের উপহার (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২১, ২৩:৫৮আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ০১:৩৫

নায়ক মান্নাকে নিয়ে তৈরি হলো একটি বিশেষ গান। উদ্দেশ্য জন্মদিনে (১৪ এপ্রিল) গানের কথা-সুরে নায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন।

কবির বকুলের কথায় পুলক অধিকারীর সুরে এতে কণ্ঠ দিলেন ইমরান। সংগীতায়োজন করেছেন মেহেদী। নায়কের জন্মদিন (১৪ এপ্রিল) উপলক্ষে বুধবার দুপুরে কৃতাঞ্জলির ইউটিউব চ্যানেলে বিশেষ উপহার হিসেবে প্রকাশ হলো গানচিত্রটি।

নায়ক মান্নাকে এই প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে গানটি তৈরির উদ্যোগ নিয়েছেন তারই স্ত্রী শেলী মান্না। পুরো কাজটি সমন্বয় করেছেন নির্মাতা সোহানুর রহমান সোহান।

শেলী মান্না বলেন, ‘মান্নাকে প্রজন্মের পর প্রজন্ম বাঁচিয়ে রাখতে আমাদের এই উদ্যোগ। সেই সাথে মান্নার স্বপ্ন পূরণে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। কৃতাঞ্জলি অ্যানালগ থেকে ডিজিটাল মাধ্যমে এগিয়ে যাচ্ছে। আমাদের ইচ্ছা ছিল মান্নার জন্মদিন ও মান্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বড় পরিসরে করার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটা করতে পারলাম না। তাই ডিজিটাল মাধ্যমেই এবারের আয়োজন করেছি।’

গানটি প্রসঙ্গে গীতিকবি কবির বকুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘গানটি লিখতে ভালোই সময় লেগেছে আমার। কারণ, এটি আমার কাছে অনেক স্পেশাল। আমি সৌভাগ্যবান, মান্না ভাইয়ের ক্যারিয়ারের বেশিরভাগ হিট গান আমারই লেখা। এমনকি তার সিনেমার সর্বশেষ হিট গান ‘আসবার কালে আসলাম একা’ গানটিও আমারই লেখা। ফলে এই গানটি লেখার বিষয়ে আমার মধ্যে অনেক আবেগ আর দায়বদ্ধতা কাজ করেছে। জানি না কতটা ভালো লিখতে পেরেছি।’’

এই গানটির মাধ্যমে মান্না অভিনীত মোট ১১টি ছবির নাম উঠে এসেছে। প্রকাশ করা হয়েছে চলচ্চিত্র ঘিরে এই নায়ক-প্রযোজকের স্বপ্ন আর উঠে আসার গল্পটাও।

গানটিতে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে ইমরানের ভাষ্য এমন, ‘আমি মান্না ভাইর জন্য গাইতে পারিনি। এটা আক্ষেপের বিষয় ছিল। তাই এই বিশেষ গানটি গাইবার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। আশা করছি অসাধারণ একটি ট্রিবিউট হতে যাচ্ছে।’

গানটির সুরকার পুলক অধিকারীর বক্তব্যও একই। তার ভাষায়, ‘আমি মান্না ভাইকে পাইনি। এটা আমার দুর্ভাগ্য। তবে তার জন্য তৈরি গানটির অংশীদার হয়ে গর্ব হচ্ছে।’

গানটির কথাগুলো এমন-
স্বপ্ন ছিল তাঁর হবো পর্দা নায়ক/ দেখবে আমাকে কোটি কোটি দর্শক/ পর্দার সেই ঝোঁক/ নিয়ে গেলো তাকে নতুন মুখের সন্ধানে/ তারপর ইতিহাস কে না জানে/ দাঙ্গা ত্রাস থেকে প্রেম দিওয়ানা/ চারিদিকে এক নাম মান্না মান্না মান্না।

টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সন্তান মান্না। ১৯৬৪ সালের ১৪ এপ্রিল, বাংলা পঞ্জিকায় বৈশাখের প্রথমদিন ঘর আলো করে আসেন তিনি। টাঙ্গাইলে তাকে সবাই জানতেন এসএম আসলাম তালুকদার নামে। সিনেমায় এসে হয়ে যান মান্না। বছরটি ছিল ১৯৮৪। এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে কার্যক্রমে আবির্ভাব হয় তার। শুরু হয় মান্নার পরম আরাধ্য লাইট ক্যামেরা আর অ্যাকশনের বিরামহীন জীবন।

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়ক-প্রযোজক।

 

/এমএম/
সম্পর্কিত
ট্রেন্ডিংয়ে নিহার জোড়া নাটক
ট্রেন্ডিংয়ে নিহার জোড়া নাটক
দুই বছর পর নতুন গানে ফেরা...
দুই বছর পর নতুন গানে ফেরা...
ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘আশিকি’, রেকর্ড ভাঙার আভাস
ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘আশিকি’, রেকর্ড ভাঙার আভাস
১০ মিলিয়নের মাইলফলক!
১০ মিলিয়নের মাইলফলক!
বিনোদন বিভাগের সর্বশেষ
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!