X
বুধবার, ০৭ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

ফারহান-সারিকাকে নিয়ে নির্ঝরের পঞ্চাশ

বিনোদন রিপোর্ট
২২ এপ্রিল ২০২১, ১২:৩৫আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৮:২৯

চলমান মহামারি এড়িয়ে ফারহান ও সারিকাকে নিয়ে ৫০তম নির্মাণের কাজ শেষ করেছেন মনসুর আলম নির্ঝর।

দীর্ঘদিন থেকেই নিজের মতো কাজ করে যাচ্ছেন ছোট পর্দার এই ব্যস্ত নির্মাতা। তবে ৫০তম কাজটিকে তিনি করতে চেয়েছেন একটু বিশেষ। কিন্তু লকডাউনের কারণে কিছু পরিকল্পনা এদিক সেদিক হলেও সম্প্রতি শেষ করেছেন ‘শেষ বেলায়’ নাটকটির শুটিং। নির্মাতার নিজের রচনায় এতে ফারহান-সারিকা ছাড়াও অভিনয় করেছেন ফয়সাল হাসান, জয়নাল জ্যাক প্রমুখ।

নির্ঝর জানান, তার জন্য বিশেষ এই নাটকটি প্রচার হবে রোজার ঈদে টিভি ও ইউটিউবে- একযোগে।

খানিক প্রচারবিমুখ এই নির্মাতার পুরনো আলোচিত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘তুমি রবে নীরবে’, ‘হাইওয়ে’, ‘কিছুটা সময়’, ‘ছাড়পত্র’, ‘কালো মেয়ে’, ‘আয়না’, ‘একটি জরুরি কথা ছিল’, ‘ইন্টারভিউ’, ‘আফটার ব্রেক’, ‘ব্লাইন্ড ইমোশনস’, ‘মধ্যম মানুষ’, ‘নীলকণ্ঠ পাখির অপেক্ষায়’, ‘লাভ রাইড’ প্রভৃতি।

নির্ঝর নিয়মিত একক নাটকের পাশাপাশি চ্যানেল টোয়েন্টিফোর-এর ক্রাইম ফিকশন ধারাবাহিকের চলতি সিজনসহ তিনটি সিজনের পরিচালনা ও তত্ত্বাবধানে আছেন। এছাড়া শিগগিরই মুক্তি পাবে তার ওয়েব ফিল্ম ‘জার্নি টু ঢাকা’। প্রস্তুতি নিচ্ছেন বড় পর্দায় নাম লেখানোর।

পঞ্চাশতম নাটক নির্মাণ এবং এখনকার ব্যস্ততা প্রসঙ্গে নির্ঝর বলেন, ‘আয়োজন করে নির্মাতা হইনি। একবার যখন মাথায় গল্প বলার পোকা ঢুকলো তখন টানা ৬ বছর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। এর পরের জার্নিটা একান্তই আমার। কতটা পেরেছি দর্শকই ভালো বলতে পারবেন।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নাটকের জন্য কক্সবাজারে হানিফ সংকেত
নাটকের জন্য কক্সবাজারে হানিফ সংকেত
শাহরুখ হলেন ক্রিকেটার আশরাফুল, কাজলের রূপে সারিকা!
শাহরুখ হলেন ক্রিকেটার আশরাফুল, কাজলের রূপে সারিকা!
বছর না ঘুরতেই স্বামীর বিরুদ্ধে সারিকার মামলা
বছর না ঘুরতেই স্বামীর বিরুদ্ধে সারিকার মামলা
সাত পর্বে সারিকা
সাত পর্বে সারিকা
বিনোদন বিভাগের সর্বশেষ
অন্তঃসত্ত্বা কিয়ারার প্রথম মেট গালা দর্শন
অন্তঃসত্ত্বা কিয়ারার প্রথম মেট গালা দর্শন
শাওকীর সিরিজে শ্বাশত, আসছে ‘গুলমোহর’
শাওকীর সিরিজে শ্বাশত, আসছে ‘গুলমোহর’
‘বাবার সাইকেল’ নিয়ে আসছেন নাহিদ হাসান
‘বাবার সাইকেল’ নিয়ে আসছেন নাহিদ হাসান
মেট গালায় শাহরুখকে দিতে হল নিজের পরিচয়!
মেট গালায় শাহরুখকে দিতে হল নিজের পরিচয়!
মোশাররফ করিমেরও ‘তামিল’ লুক, যা বললেন নির্মাতা
মোশাররফ করিমেরও ‘তামিল’ লুক, যা বললেন নির্মাতা