X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২
ফারিয়াদের ঈদ...

‘এবার টিভির দিকে তাকিয়ে থাকবো’

বিনোদন রিপোর্ট
১৩ মে ২০২১, ১৭:৪৭আপডেট : ১৪ মে ২০২১, ১১:৪৪

গতবারের মতো এবারের ঈদেও সপ্রতাপে বহমান করোনাভাইরাস। সাধারণ মানুষের মতোই যার প্রভাব পড়েছে তারকা জীবনেও। তাই তাদের কেউ কেউ ‘সম্পূর্ণ পরিসরে’ ব্যস্ত থাকছেন পরিবার নিয়ে। এমনই মিল খুঁজে পাওয়া গেলো গ্ল্যামার ইন্ডাস্ট্রির তিন ফারিয়ার মধ্যে। ছোট ও বড় পর্দার শিল্পী নুসরাত ফারিয়া, শবনম ফারিয়া ও ফারিয়া শাহরিন কথা বলেছেন তাদের ঈদ নিয়ে। এবার থাকছে অভিনেত্রী শবনম ফারিয়ার ঈদ পরিকল্পনার কথা-

ছোট পর্দার জনপ্রিয় এ তারকার কাছে জানতে চাওয়া হয়েছিল ঈদের দিনে তার সূচিপত্র। তাতে এই শিল্পী জানালেন, পরিবার নিয়েই থাকবেন। বিশেষ করে করোনা তার পরিবারেও এসে হানা দিয়েছে। বললেন দিল্লি প্রবাসী বড় বোনের কথা।

‘গত কয়েক সপ্তাহে আমাদের পরিবারে বেশ দুশ্চিন্তা এসে ভর করেছিল। কারণ, ভারতের দিল্লিতে আমার বড় বোন করোনায় আক্রান্ত। লাগছে অক্সিজেন সাপোর্টও। তবে প্রথমদিকে অক্সিজেন পাওয়াটাই মুশকিল ছিল। এখন তার অবস্থা বেশ ভালো। এই করোনার কারণেই লকডাউনের অনেক আগ থেকে কাজ বন্ধ রেখেছি। তাই ঈদে দর্শকরা খুব বেশি নাটকে আমাকে দেখতে পাবেন বলে মনে হয় না। হাতেগোনা ৫/৬টি নাটক হয়তো ঈদ আয়োজনে টেলিভিশনে প্রচার হবে।’

শবনম ফারিয়া তারপরও বোকাবাক্স ঘিরে তার থাকছে বাড়তি আগ্রহ। কারণটা বললেন এভাবে, ‘সাধারণত টিভিতে ঈদের নাটক দেখা হয় না। নাটকগুলো ইউটিউবেই দেখি। তবে এবার টিভির দিকে তাকিয়ে থাকবো। কারণ, এবার একটি চ্যানেলে দেখানো হবে আমার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘দেবী’। এর আগে হলে ছবিটি অনেকবারই দেখেছি। কিন্তু ছোট পর্দায় দেখা হয়নি। আরেকটি বিষয়, আমার আরও এক বোন থাকে আমাদের থেকে কয়েক বাসা পরেই। উনার ওখানে যাওয়া হবে। ঈদে মূলত আমার শিডিউল এ দুটোই। আর বাকিটা সময়? এটা ঘুমের জন্য বরাদ্দ!’

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
দেশ নিয়ে ক্ষোভ জানালেন শবনম ফারিয়া
দেশ নিয়ে ক্ষোভ জানালেন শবনম ফারিয়া
তারকাদের একুশ…
তারকাদের একুশ…
‘যারা খুশি, তারা প্লিজ খুশি হইয়েন না’
‘যারা খুশি, তারা প্লিজ খুশি হইয়েন না’
অন্য পরিচয়ে ফিরছেন ফারিয়া
অন্য পরিচয়ে ফিরছেন ফারিয়া
বিনোদন বিভাগের সর্বশেষ
বাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
এ সপ্তাহের সিনেমাবাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!