X
সোমবার, ০৮ আগস্ট ২০২২
২৪ শ্রাবণ ১৪২৯

তাহসানের আগেই সারপ্রাইজ দিলেন জন!

বিনোদন রিপোর্ট
১৩ মে ২০২১, ১৭:১৪আপডেট : ১৩ মে ২০২১, ২০:১৭

গতকাল রাত (১২ মে) থেকে তোলপাড় চলছে তাহসান-মিথিলার সারপ্রাইজ ইস্যু নিয়ে। কারণ, দুজনেই নিজ নিজ ফ্যান পেইজে এদিন রাতে জানিয়েছেন একে অপরকে সারপ্রাইজ দেওয়ার কথা। এবং সেটি শনিবার (১৫ মে) রাতে।

বিচ্ছেদের পরেও দু’জনার এমন প্রকাশ্য ‘সারপ্রাইজ-গেম’ দেখে বিস্মিত অনেকে, উঠেছে নানাবিধ সমালোচনাও। তবে সমাধান মেলেনি- এই রহস্যের। বলেছেন শনিবার রাতের জন্য অপেক্ষা করতে। ধারণা করা হচ্ছে, দুজনেই একটি ই-কমার্স সাইটের প্রচারণায় এক হবেন এবার। যা সত্যি হলে, সত্যি সত্যিই তাদের ভক্তদের জন্য বড় সারপ্রাইজ হবে।

তবে সেসব বিষয়ে চূড়ান্ত সুরাহা হওয়ার আগেই সারপ্রাইজ দিয়ে দিলেন তাহসান-মিথিলার অন্যতম বন্ধু সংগীতশিল্পী-অভিনেতা জন কবির। তাহসান-মিথিলার সুরেই ১৩ মে সকালে নিজের ভেরিফায়েড পেইজে একটি পোস্ট দেন। মিথিলার সঙ্গে ছবিসহ ক্যাপশনে লেখেন- Surprise, surprise!!!

স্পষ্ট বোঝা যায়, বন্ধু তাহসান-মিথিলার ‌‘শনিবার সারপ্রাইজ’ পোস্ট-এর সূত্র ধরে হাঁটলেন জন কবিরও! তবে জন কিন্তু রহস্য বাঁচিয়ে রাখেননি। প্রকাশ করেছেন মিথিলাকে নিয়ে তার নতুন সিজনের পডকাস্ট পরিকল্পনার কথা। জন সঞ্চালিত ‘আই স্টারটেড আ পডকাস্ট’-এর নতুন সিজনের অতিথি হয়েছেন মিথিলা। এরমধ্যে শুটিং শেষ হলেও সেটি শনিবার (১৫ মে) রাতে ইউটিউবে প্রকাশের কোনও সম্ভাবনা নেই বলেও জানান জন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দ্বিতীয় সিজনের শুটিং শুরু করেছি। এরমধ্যে মিথিলার পর্বটিও আছে। তবে এখনই সেটি প্রকাশের সুযোগ নেই। কারণ, আমি আগে পুরো সিজন একটানা শুট করি। তারপর আরাম করে একটা একটা করে প্রকাশ করি।’

জন-তাহসানের শুরুটা হয় ব্ল্যাক ব্যান্ডের মধ্য দিয়ে। যদিও লম্বা সময় হলো দু’জন হাঁটছেন আলাদা পথে। দু’জনেই আছেন মিউজিক ও অভিনয়ের সঙ্গে। আন্তসম্পর্ক অটুট রয়েছে একই।

* অন্তর্জালে তাহসান-মিথিলার ‘শনিবার সারপ্রাইজ’ রহস্য!

/এমএম/এমওএফ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
বঙ্গবন্ধুর সফলতার পেছনে ছিলেন বঙ্গমাতা: পরিকল্পনামন্ত্রী
বঙ্গবন্ধুর সফলতার পেছনে ছিলেন বঙ্গমাতা: পরিকল্পনামন্ত্রী
ধারাবাহিক নাটকে ক্রিকেটার আশরাফুল ও জাহানারা
ধারাবাহিক নাটকে ক্রিকেটার আশরাফুল ও জাহানারা
চুয়াত্তরের দুর্ভিক্ষ অনেকটা মানুষের সৃষ্টি: প্রধানমন্ত্রী
চুয়াত্তরের দুর্ভিক্ষ অনেকটা মানুষের সৃষ্টি: প্রধানমন্ত্রী
করোটির প্রতিকৃতি : নং ডি-১৭, নারী, বয়স ৩৭
করোটির প্রতিকৃতি : নং ডি-১৭, নারী, বয়স ৩৭
এ বিভাগের সর্বশেষ
৪ বছর পর শিবলী ফিরলেন ‘ঘুরে দাঁড়ানোর গান’ নিয়ে
৪ বছর পর শিবলী ফিরলেন ‘ঘুরে দাঁড়ানোর গান’ নিয়ে
উত্তরবঙ্গের ভাষা-সংস্কৃতি-সংকট নিয়ে গান
উত্তরবঙ্গের ভাষা-সংস্কৃতি-সংকট নিয়ে গান
মানুষ তো ‘হাওয়া’ ছবিরও মিল পাইলো কোরিয়ান সিনেমার সঙ্গে: অর্ণব
কোক স্টুডিও বাংলায় নকলের অভিযোগএখন যদি কেউ মিল পায়, পাইলো আরকি: অর্ণব
মুনির-লোপার বিয়েবার্ষিকী উপহার ‌‘আত্মা সঙ্গী’
মুনির-লোপার বিয়েবার্ষিকী উপহার ‌‘আত্মা সঙ্গী’
ওয়েব সিরিজে নোরা হয়ে ফিরছেন মম (ভিডিও)
ওয়েব সিরিজে নোরা হয়ে ফিরছেন মম (ভিডিও)