X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

করোনায় সৌমিত্রের নামে হাসপাতাল, নুসরাতের নার্সিং হোম

বিনোদন ডেস্ক
২৩ মে ২০২১, ১৪:৫৩আপডেট : ২৩ মে ২০২১, ১৪:৫৮

করোনা বেশ জেঁকে বসেছে ভারতে। আর আক্রান্তদের পাশে দাঁড়াতে নানা রকমের উদ্যোগে সামিল হচ্ছেন তারকারা। আবার অনেক জায়গায় সম্মানিত করা হচ্ছে তারকাকেও।

করোনার এই কঠিন সময়ে শিল্পী এবং তাদের পরিবার-পরিজনদের পাশে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের আর্টিস্ট ফোরাম। দক্ষিণ কলকাতায় লেক গার্ডেন্সের কাছে ব্যাডমিন্টন ট্রেনিং সেন্টারের কমপ্লেক্সে তৈরি হয়েছে অস্থায়ী চিকিৎসাকেন্দ্র। ২৫টি বেড রয়েছে সেখানে। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে করোনা আক্রান্ত শিল্পী, কলাকুশলী এবং তাদের আত্মীয় পরিজনদের।

কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়েই বিশেষ এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘সৌমিত্র’। চলতি সপ্তাহ থেকেই শুরু হয়েছে এর কাজ।

অন্যদিকে, করোনা পরিস্থিতিতে আক্রান্তদের ভালো রাখার উদ্যোগ নিয়েছেন অভিনেত্রী তথা সাংসদ নুসরাত জাহান। একটি কলেজে সেফ হোম ও কমিউনিটি কিচেন খুললেন তিনি। কম উপসর্গযুক্ত করোনা রোগীরা ওই সেফ হোমে থাকতে পারবেন। বিনামূল্যে মিলবে খাবার।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে একথা জানিয়েছেন খোদ তৃণমূলের এই তারকা সাংসদ। ওই সেফ হোম ও কমিউনিটি কিচেনের পরিষেবা পাওয়ার জন্য ফোন নম্বরও শেয়ার করেছেন নায়িকা।

তার উদ্যোগকে নেটদুনিয়ায় অনেকেই সাধুবাদ জানিয়েছে।

এদিকে, সৌমিত্র নামের হাসপাতাল প্রসঙ্গে জানা যায়, চলচ্চিত্র ফোরাম ও পশ্চিমবঙ্গের বিধায়ক দেবাশিস কুমারের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে হাসপাতালটি। সেখানে সাহায্য করছে মিলন সংঘ ক্লাবও। শিগগিরই রোগীরা এর সুবিধা পাবেন।

/এম/এমএম/
সম্পর্কিত
২৪ কোটি রুপি প্রতারণার অভিযোগ, মুখ খুললেন নুসরাত
২৪ কোটি রুপি প্রতারণার অভিযোগ, মুখ খুললেন নুসরাত
ঢাকার ময়ূরী হলেন টলিউডের নুসরাত!
ঢাকার ময়ূরী হলেন টলিউডের নুসরাত!
হরমোনের কারণে নাক বড় হয়ে গেছে নুসরাতের!
হরমোনের কারণে নাক বড় হয়ে গেছে নুসরাতের!
মিমি-নুসরাতকে শোকজ নোটিশ
মিমি-নুসরাতকে শোকজ নোটিশ
বিনোদন বিভাগের সর্বশেষ
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি