X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

রান্নাটা নাকি জানতেই হবে: বিদ্যা বালান

বিনোদন ডেস্ক
১৩ জুন ২০২১, ১০:১৮আপডেট : ১৩ জুন ২০২১, ১৫:৪৮

যত বড় নায়িকা কিংবা মারকুটে চরিত্রেই অভিনয়ই করুন না কেন, আট-দশজন ভারতীয় নারীর মতো ‘কথা’ শুনতে হয় বিদ্যা বালানকেও। এমনকি একসময় তো শারীরিক গঠনের জন্যেও শুনেছেন কটু কথা।

অবশ্য কানকথায় কান না দেওয়া বলিউডের ‘শেরনি’ সম্প্রতি টাইমস নাউ ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন, ‘রাতে খাবার টেবিলেও লিঙ্গবৈষম্যের শিকার হয়েছিলাম। ডিনার টেবিলে বসে একজন তো বেশ অবাক হয়ে আমাকে বলেছে, ও মা! তুমি রান্না জানো না?’

ওই কথার জবাবে বিদ্যাও হাসিমুখে বলেছিলেন, ‘না, আমি আর সিদ্ধার্থ (রয় কাপুর) কেউই রান্না জানি না।’

তারপর সেই লোকটা বিদ্যাকে ইনিয়ে বিনিয়ে বোঝাতে চেয়েছিলেন যে তার রান্নাটা জানা উচিত। বিদ্যা জানালেন, ‘আমার তখন ইচ্ছে হলো যে বলি, সিদ্ধার্থ আর আমার ক্ষেত্রে আলাদা হবে কেন?’

নারীর অধিকার ও লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে সব সময় সোচ্চার ৪২ বছর বয়সী এ অভিনেত্রী এও বললেন, মা যখনই তাকে রান্না শেখার কথা বলতেন, তিনি উত্তর দিতেন, ‘আমি বরং একজন বাবুর্চি রাখবো। না হয় এমন কাউকে বিয়ে করবো যে রান্না জানে।’

বিদ্যা বালান বডি শেমিং তথা শরীরের গঠন নিয়ে সমালোচনার ব্যাপারেও সরব বিদ্যা। আগে ঢের কথা শুনতেন এ নিয়ে। জবাবে প্রায়ই তাকে বলতে হতো, ‘এটা আমার শরীর। আর আমি এমনটাই ভালোবাসি।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফএ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যা বালানের রহস্যময় বার্তা, পরে যা জানা গেলো
বিদ্যা বালানের রহস্যময় বার্তা, পরে যা জানা গেলো
এক প্যাকেট বিস্কুটের জন্য ভিক্ষা করেছেন বিদ্যা বালান!
এক প্যাকেট বিস্কুটের জন্য ভিক্ষা করেছেন বিদ্যা বালান!
গোয়েন্দা হলেন বিদ্যা বালান!
গোয়েন্দা হলেন বিদ্যা বালান!
শুরুতে কত ছিল বিদ্যার পারিশ্রমিক?
শুরুতে কত ছিল বিদ্যার পারিশ্রমিক?
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!