X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

৩৮ বছর পর বাবা-মায়ের গান মেয়ের কণ্ঠে

বিনোদন রিপোর্ট
০৫ আগস্ট ২০২১, ১৮:২৮আপডেট : ০৬ আগস্ট ২০২১, ০০:০৭

কিংবদন্তি সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর প্রথম মৃত্যুবার্ষিকী ৯ আগস্ট। দিনটিকে স্মরণ করে একটি বিশেষ উদ্যোগ নিয়েছেন আলী কন্যা আলিফ।

বাবার মতো আলিফের মা নন্দিত নজরুলসংগীত শিল্পী সালমা সুলতানাও বেঁচে নেই (২৯ সেপ্টেম্বর ২০১৬)। মূলত দুটো বিষয় এক করার প্রয়াসে ৩৮ বছরের পুরনো একটি গান কণ্ঠে তুলেছেন এই দম্পতির যোগ্য উত্তরসূরি আলিফ। 

গানটির শিরোনাম ‘তুমি চলে গেছো আমারে কাঁদিয়ে’।

সালমা সুলতানার কণ্ঠে গানটি ১৯৮৩ সালে বিটিভি’র জন্য তৈরি করেছেন আলাউদ্দিন আলী। লিখেছেন আলী নিজেই। আর সেটি এবার নতুন সংগীতায়োজনে ভিডিওসহ অবমুক্ত হচ্ছে ইউটিউব চ্যানেলে।

ফয়সাল-আলিফ দম্পতি আলিফ আলাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আব্বু চলে যাওয়ার এক বছর হয়ে যাচ্ছে। এদিকে মাথায় ঘুরছে এমন কি করা যায়, যাতে ওপারে থেকেও আব্বু খুশি হবেন। আম্মুও। সেই ভাবনা থেকেই আমার অসম্ভব প্রিয় এই গানটি নতুন করে গাইলাম। আমি জানি, তারাও এই গানটিকে অনেক ভালোবাসতেন।’

আলিফ জানান, গানটির নতুন সংগীতায়োজন করেছেন তারই স্বামী কাজী ফয়সাল আহমেদ। স্ত্রী আলিফকে মডেল করে ভিডিও নির্মাণ করেছেন তিনিই।

বিশেষ গানচিত্রটি প্রকাশ হচ্ছে ৮ আগস্ট আলিফ আলাউদ্দিনের ইউটিউব চ্যানেলে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু