X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

উন্মুক্ত হলো ‘যদি রাত পোহালে শোনা যেতো...’ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৫ আগস্ট ২০২১, ১৪:৫২আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২১:৫২

১৯৭৫ সালের এই দিনে (১৫ আগস্ট) বঙ্গবন্ধুকে রাতের অন্ধকারে নির্মমভাবে হত্যা করার পর অনেক গান হয়েছে। তবে একটি গান সবার মন সবচেয়ে বেশি নাড়া দেয়। সেটি হলো ‘যদি রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই’। 

গানটি লিখেছেন হাসান মতিউর রহমান। কণ্ঠ ও সুর দিয়েছেন মলয় কুমার গাঙ্গুলী। তবে গানটি মূলত জনপ্রিয়তা পায় সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

কালজয়ী এই গানটি এবার এলো নতুন আবহে। এই শোক দিবসকে লক্ষ্য করে বঙ্গবন্ধু স্মরণে পুরনো সেই গানটিতে নতুন আবহ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস। কথা-সুর ঠিক রেখে সংগীতায়োজনে আনা হয়েছে নতুনত্ব, নির্মিত হয়েছে ব্যয়বহুল ভিডিও। 

এটি উন্মুক্ত হয়েছে রবিবার (১৫ আগস্ট) গানবাংলা টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে।

টি এম প্রোডাকসন্স ও টি এম রেকর্ডস-এর যৌথ আয়োজনে নির্মিত গানটিতে কণ্ঠ দিয়েছেন, ঐশী, লুইপা, দোলা, আনিকা, ডোরা, আর্নিক, রেশমী, তাসফি, সিঁথি সাহা, পূজা, হৈমন্তী, পুতুল, ঝিলিক, কর্নিয়া ও কৌশিক হোসেন তাপস। গানটির দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণ করেছেন গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী।

নতুন সংগীতায়োজনে গানটি তৈরি প্রসঙ্গে কৌশিক হোসেন তাপস বলেন, ‘এটি অত্যন্ত সম্মানের বিষয়। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বাংলাদেশের প্রতিটি মানুষের প্রিয় একটি গান এটি। আমি যথাসাধ্য চেষ্টা করেছি যেন নতুন সংগীতায়োজনের মাধ্যমে বর্তমান ও আগামী প্রজন্মকে গানটির সঙ্গে আরও ব্যাপকভাবে সংযুক্ত করা যায়।’

পুরো গানটি:

গানটি প্রকাশ উপলক্ষে শোক দিবসের প্রথম প্রহরে (রাত ১২টায়) ‘বঙ্গবন্ধুর মৃত্যু নাই’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অন্তর্জালে। গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, জাপান এম্বাসেডর ইতনাওকি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও গীতিকার হাসান মতিউর রহমান এবং স্পন্সর প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু