X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

মিরপুরে স্টার সিনেপ্লেক্স উদ্বোধন হচ্ছে ২০ আগস্ট

বিনোদন রিপোর্ট
১৬ আগস্ট ২০২১, ১৯:৫৫আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২২:৩১

দেশের অন্যতম আন্তর্জাতিক মানের মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স-এর মিরপুরের দরজা খুলছে ২০ আগস্ট। এমনটাই নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।

জানান, মিরপুর ২ নম্বরের সনি সিনেমা হলকে গড়ে তোলা হয়েছে স্টার সিনেপ্লেক্সের নিজস্ব আদলে। এখানে মোট তিনটি স্ক্রিন থাকছে। হলের পরিসর অনুযায়ী আসন সংখ্যা রয়েছে যথাক্রমে ৪০৮, ২২৫ ও ১৩৬। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তি-সংবলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হয়েছে বলে জানান স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। 

তিনি বলেন, ‘মিরপুর ঢাকা শহরের অন্যতম বৃহত্তম এলাকা। এখানকার দর্শকদের সুবিধার কথা ভেবে এই মাল্টিপ্লেক্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে মিরপুরবাসীর সিনেমা দেখার আনন্দে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছি।’ 

ঢাকায় স্টার সিনেপ্লেক্সের চতুর্থ শাখা এটি। জানা গেছে, মিরপুর অঞ্চলের কথা বিবেচনা করে এর টিকিটের মূল্য নির্ধারণ করা হবে। ২০ আগস্ট থেকে সিনেমা প্রদর্শন শুরু হলেও টিকিট সংগ্রহ করা যাবে ১৯ আগস্ট থেকে সরাসরি বা অনলাইনে। সরকারি নির্দেশনা মোতাবেক সব স্বাস্থ্যবিধি মেনে সিনেমা প্রদর্শিত হবে বলে জানান সংশ্লিষ্টরা। 

মিরপুর স্টার সিনেপ্লেক্সের ভেতরের দৃশ্য উল্লেখ্য, ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স ‘স্টার সিনেপ্লেক্স’। হলিউডের ছবির পাশাপাশি সুস্থধারার দেশীয় ছবিও নিয়মিত প্রদর্শিত হচ্ছে এখানে। ধানমন্ডির সীমান্ত সম্ভার, মহাখালীর এসকেএস টাওয়ারেও ‘স্টার সিনেপ্লেক্স’-এর দুটি শাখা রয়েছে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
অভিযোগের জবাব ও স্টার সিনেপ্লেক্সের ভবিষ্যৎ ভাবনা
অভিযোগের জবাব ও স্টার সিনেপ্লেক্সের ভবিষ্যৎ ভাবনা
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
বিনোদন বিভাগের সর্বশেষ
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কানের লাল গালিচায় হাঁটতে কী লাগে, জানালেন প্রিয়তী
কানের লাল গালিচায় হাঁটতে কী লাগে, জানালেন প্রিয়তী
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
কান থেকে ভাবনা: নিজেকে ছোট অনুভব করাটাও দরকার
কান থেকে ভাবনা: নিজেকে ছোট অনুভব করাটাও দরকার
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী