X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রিঙ্গোর সিনেমায় মিথিলা এবং...

সুধাময় সরকার
২৭ আগস্ট ২০২১, ১৪:৪৯আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৪:৩৮

বিয়ের পর কলকাতা আগেও গিয়েছেন কয়েক দফা। তবে এই যাত্রায় পা ফেলেই একের পর এক চমক দিচ্ছেন মিথিলা। অথচ বেশিরভাগ সমালোচক ধরেই নিয়েছেন, এবার তিনি সৃজিতের ঘর-গেরস্থালি নিয়ে ব্যস্ত হবেন।

এরমধ্যে জেনেছেন, মিথিলা শেষ করেছেন টলিউডের অভিষেক ছবি রাজর্ষি দে’র ‘মায়া’। শেক্সপিয়ারের অমর সৃষ্টি ম্যাকবেথের বিখ্যাত চরিত্র লেডি ম্যাকবেথের ভূমিকাতেই দেখা যাবে তাকে। ছবিটির ডাবিং বাকি থাকতেই এবার আরেকটু বড় খবর জানালেন এই অভিনেত্রী।

এবার তিনি চুক্তিবদ্ধ হলেন দুই বাংলার আলোচিত নির্মাতা রিঙ্গোর সিনেমায়। নাম ‘আ রিভার ইন হ্যাভেন’। এতে তিনি অভিনয় করবেন বাচ্চা না হওয়া এক স্ত্রীর চরিত্রে। তার চরিত্রের শুটিং শুরু হবে সেপ্টেম্বরের মাঝামাঝিতে। তার আগেই শেষ করবেন ‘মায়া’র ডাবিং।

রিঙ্গোর সিনেমায় মিথিলা এবং... ‘মায়া’র শুটিং শেষ করে মিথিলা মাঝে গিয়েছিলেন মুম্বাই। তবে সেটি তার জন্যে নয়, স্বামী সৃজিতের জন্য। কারণ, এই নির্মাতার প্রজেক্ট চলছে সেখানে। সেখান থেকে মিথিলা তার কন্যাকে নিয়ে আজই (২৭ আগস্ট) ফিরছিলেন কলকাতায়। ফিরতি পথে বাংলা ট্রিবিউনকে জানালেন ‘আ রিভার ইন হ্যাভেন’-এর কথা। 

ছবিটিতে তার চরিত্র প্রসঙ্গে বলেন, ‘ম্যারেড মেয়ে, বাচ্চা হয় না। সামাজিক-পারিবারিক চাপ রয়েছে এটা নিয়ে। মানে চারপাশ থেকে সাইকোলজিক্যাল টানাপড়েন রয়েছে চরিত্রটির ভেতর। সামহাউ পিতৃতান্ত্রিক সমাজের প্রতিচ্ছবিও উঠে আসবে আমার মাধ্যমে। কারণ, বাচ্চা না হওয়ার প্রবলেমটা হয়তো হাজবেন্ডের। কিন্তু দায়টা বহন করতে হচ্ছে আমাকেই! এরমধ্যেও নিজের একটা আলাদা জীবন খুঁজে নেওয়ার চেষ্টা থাকে। মোটামুটি এমনই একটি চরিত্র।’

চরিত্রটি পেয়ে বেজায় খুশি মিথিলা। তার ভাষায়, ‘আমি সাম্প্রতিক সময়ে এই চরিত্রগুলোতেই কাজ করার চেষ্টা করছি। এতে আমার সহশিল্পী চান্দ্রয়ী ও অমৃতা। দু’জনই ভালো অভিনেত্রী। তিনটি চরিত্রই বেশ স্ট্রং। এ ছবিটির চিত্রনাট্য অনেকটা নদীর ধারার মতো। চারপাশ থেকে সব নদী এসে গঙ্গায় মিশে যাওয়ার মতো। রিঙ্গো দা যে মেধাবী নির্মাতা, সেটারই প্রতিচ্ছবি পেলাম চিত্রনাট্যে।’

ঢাকা টু কলকাতায় রিঙ্গোর পরিচিতি ও প্রভাব টানা তিন দশক ধরেই। কিন্তু ঢাকার মিথিলা কলকাতায় পা ফেলেই তার নজরে এলেন কেমন করে!

জবাবে মিথিলা বললেন, ‘রিঙ্গো দা আমাকে চিনতেন আগে থেকেই। কারণ, ঢাকার দিকে তার নজর সব সময়ই ছিল। এখন আমি ইন্ডিয়ায় আছি। কাজও শুরু করেছি এখানে। তিনি আমার সাম্প্রতিক কাজও দেখেছেন বলে জেনেছি। তাই পিক করেছেন। এবং এটা আমার জন্য আশীর্বাদের মতো।’

‘মায়া’ ছবির একটি দৃশ্যে সহশিল্পীর সঙ্গে মিথিলা সংসার তো বটেই, একমাত্র সন্তানের স্কুলও এখন সেখানে। বাংলাদেশের বৃহৎ এনজিও ব্র্যাকের কর্মকর্তা বটে, তবে তার কর্মটা আসলে দেশে দেশে ওড়াউড়ির। বছরে অন্তত চার-ছ’বার তাকে উড়াল দিতে হয় আফ্রিকায়। ফলে তার জন্য ঢাকা যেমন, হনুলুলু তেমন! এসব মিলিয়ে তিনি আপাতত থিতু হয়েছেন ভারতেই। সুযোগ পেলে নিয়মিত কাজ করবেন টলিউডে। যেমনটা এরমধ্যে শুরু করেছেন।

মিথিলা বলেন, ‘বলাটা সহজ। দেখাটা আরও সহজ। কিন্তু বাস্তবতা তো কঠিন। আমি পুরনো অভিনেত্রী। কিন্তু শুরু থেকেই আমাকে শুরু করতে হলো এখানে। এটা আমার জন্য নতুন দেশ, নতুন শহর, নতুন সংসার। তাই এটা আমার জন্য একেবারেই নতুন শুরু। প্রথমে এসেই ‘মায়া’র যে অফার পেলাম, সেটা ব্লেসিং ছিল। গুরুত্বপূর্ণ চরিত্র, গুণী নির্মাতা। এরপর রিঙ্গো দা’র ছবিটা পেলাম। খুবই স্ট্রং গল্প, মেধাবী নির্মাতা। আমি আমার মতো করে চেষ্টা করছি ব্যস্ত থাকতে। দেখা যাক, কতদূর যেতে পারি।’

তাই বলে ঢাকার ইন্ডাস্ট্রিও ছাড়ছেন না মেধাবী মিথিলা। জানালেন এরমধ্যে বেশ কিছু ওয়েব সিরিজের আলাপ হয়েছে। সেপ্টেম্বরের শেষের দিকে ঢাকায় ফিরলে সেগুলোও করবেন। তবে বাস্তবতার নিরিখে এখন তার মূল শেকড় কলকাতাতেই গাঁথা।

কলকাতা গিয়েও টানা শুটিং-ডাবিং, অফিস ব্যস্ততা, কন্যার পড়াশোনা...। সৃজিত মুখার্জি কি তবে কখনও আপনার বাসায় খেতেও আসেন না! মানে উনাকে সময় দেওয়ার বিষয়টা...। থামিয়ে দিয়ে একটু রাগী কণ্ঠেই বললেন, ‘‘উনি আর আসার সময় পাচ্ছেন কই। আমরাই উনার হোটেলে খেতে যাই! উনার জন্যই গত এক মাস মুম্বাই কাটিয়েছি। হোটেলে বসে আমি অফিস করলাম, আইরা করলো অনলাইন ক্লাস। আজই (২৭ আগস্ট) কলকাতায় ফিরছি মুম্বাই থেকে। ‘মায়া’র ডাবিং এবং ‘আ রিভার ইন হ্যাভেন’-এর শুটিংয়ের জন্য।’’

বলা দরকার, ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ শিরোনামের ওয়েব সিরিজ দিয়ে দুই বাংলায় ভালোই আলোচনায় রয়েছেন নির্মাতা সৃজিত ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রাফিয়াথ রশিদ মিথিলা

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়িকাদের ঈদ: এগিয়ে বুবলী, আরও যারা মিছিলে…
নায়িকাদের ঈদ: এগিয়ে বুবলী, আরও যারা মিছিলে…
মৃণাল সেন রূপে কবে প্রেক্ষাগৃহে আসছেন চঞ্চল?
মৃণাল সেন রূপে কবে প্রেক্ষাগৃহে আসছেন চঞ্চল?
টলিউডে মিথিলার সিনেমায় ঢাকার অনিমেষ! (ভিডিও)
টলিউডে মিথিলার সিনেমায় ঢাকার অনিমেষ! (ভিডিও)
মৃত্যুর ৪৪ বছর পর নতুন ছবিতে মহানায়ক, এলো প্রথম ঝলক
মৃত্যুর ৪৪ বছর পর নতুন ছবিতে মহানায়ক, এলো প্রথম ঝলক
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা