X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

‘শারদ আনন্দ’তে নাচবেন মডেল মৌ

বিনোদন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ১৬:৩৯আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৮:৩৬

সাদিয়া ইসলাম মৌ। মূলত নৃত্যশিল্পী হলেও এখনও তাকে ধরা হয় দেশের মডেল আইকন হিসেবে। যিনি এখন দুটোতেই খানিক অনিয়মিত।

তবে শারদীয় দুর্গাপূজার আনন্দকে আরও বাড়িয়ে দিতে বাংলাদেশ টেলিভিশনের আহ্বানে এবার তিনি হাজির হচ্ছেন নতুন সাজে। নাচবেন বিশেষ অনুষ্ঠান ‘শারদ আনন্দ’তে। 

এতে আরও থাকছে তারকাদের আড্ডা, ব্যান্ড শো, গেম শো, কীর্তন ও নতুন বেশ কিছু গানের পরিবেশনা। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ঊর্মিলা শ্রাবন্তী কর ও শিপন মিত্র। এমনটাই জানিয়েছেন অনুষ্ঠানটির প্রযোজক এল রুমা আকতার। 

তিনি আরও জানান, বিভিন্ন আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। তবে বিশেষ চমক হিসেবে থাকছে কবিরুল ইসলাম রতনের নৃত্য পরিচালনায় সাদিয়া ইসলাম মৌর পরিবেশনা। এছাড়াও দেবী দুর্গার নয়টি রূপ নিয়ে নৃত্য পরিবেশন করবেন অনিক বোস। দেশের গানের সঙ্গে আরতি নৃত্যের ফিউশন ঘটিয়ে ব্যতিক্রমধর্মী নাচ নিয়ে হাজির হবেন পূজা সেনগুপ্ত ও তার দল। আড্ডা ও গেম শো’তে অংশ নেবেন কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, ওয়ার্দা রিহাব ও অর্ণব। 

বিপ্লব সাহা, কর্নিয়া ও স্বপ্নীল সজীবের কণ্ঠে গান একটি কীর্তন গাইবেন তুলিকা ঘোষ। ফোয়াদ নাসের বাবুর সংগীতায়োজনে ও সুমন সাহার কথায় নতুন দুটি গানে কণ্ঠ দিয়েছেন সমরজিৎ, উপলা দাশ, বিজন মিস্ত্রি, ছন্দা, অনন্যা আচার্য্য, সুস্মিতা সাহা, পপি পাল, স্বপ্নীল সজীব ও শুভ। 

এছাড়াও বিপ্লব সাহা, কর্নিয়া ও স্বপ্নীল সজীবের কণ্ঠে থাকছে দুর্গাপূজা নিয়ে একটি গান। শুভ্রদেব ও প্রিয়াংকা গোপের কণ্ঠে শোনা যাবে দ্বৈতগান। থাকছে জলের গানেরও একটি ব্যতিক্রমধর্মী পরিবেশনা। 

বিটিভিতে ‘শারদ আনন্দ’ প্রচার হবে ১৫ অক্টোবর রাত ৯টায়। জলের গানের ব্যতিক্রমধর্মী পরিবেশনা

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
বিটিভির বৈশাখী আয়োজন সাজলো যেভাবে
বিটিভির বৈশাখী আয়োজন সাজলো যেভাবে
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
৩ এপ্রিল চয়নিকার ৩ নাটক!
আজ সেই ‘ইত্যাদি’
আজ সেই ‘ইত্যাদি’
বিনোদন বিভাগের সর্বশেষ
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
‘মানবিক ছবি’ হিসেবে মনোনীত ‘মাস্তুল’
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
শহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
গীতিকবির গল্পশহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন