X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বুবলীকে নিয়ে স্বপ্ন দেখছেন অপু!

বিনোদন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২১, ১৫:১৭আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৫:৪৪

বুবলী আর অপু। নাম দু’টি নানা কারণেই ঢালিউডে বেশ উল্লেখযোগ্য। অভিনয়ের ধারা আলাদা হলেও জনপ্রিয়তার বিচারে দু’জনে অন্যতম। ফলে দুটো নাম একসঙ্গে দেখলে কিংবা একে অপরকে নিয়ে স্বপ্ন দেখার গল্প শুনলে; যে কেউ ভড়কে যাবেন!

হুম, শিরোনামটা সত্যি। তবে ভড়কানোর কারণ নেই। কারণ, সবই চরিত্রের প্রয়োজনে। তারা এবার একসঙ্গে কাজ করছেন সাইফ চন্দনের ‘কয়লা’ ছবিতে। 

জানা গেছে, শুটিংয়ে নামার আগেই বুবলীকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করলেন ভার্সেটাইল অভিনেতা রাশেদ মামুন অপু! কারণ, গতকালই (৭ নভেম্বর) চুক্তিবদ্ধ হলেন এই অভিনেতা। ছবিটির চিত্রনাট্যেও অপুর চরিত্রটাই এমন- বুবলীকে নিয়ে খোয়াব দেখার! 

নির্মাতা জানান, ১২ নভেম্বর থেকে তিনি অপু-বুবলীকে নিয়ে মাঠে নামবেন ‘কয়লা’র শুটিংয়ে।

রাশেদ মামুন অপু বলেন, ‘এই ছবির প্রধান খল চরিত্র হিসেবে যুক্ত হলাম। চরিত্রটির মধ্যে অনেকগুলো লেয়ার আছে। ত্রিভুজ প্রেমের একটা ব্যাপারও আছে। আমার ধারণা, কাজটি আনন্দ নিয়ে করতে পারবো।’

সাইফ চন্দন ও রাশেদ মামুন অপু এদিকে নির্মাতা সাইফ চন্দন বলেন, ‘নায়িকা হিসাবে বুবলীকে চুক্তিবদ্ধ করার পর এবার প্রধান খল চরিত্রে পেলাম অপুকে। দারুণ অভিনেতা। সেই প্রতিভাটাকে আমি এই সিনেমায় কাজে লাগাতে চাই। চরিত্রটির নাম স্বপন। মূলত জুয়াড়ি। সে আবার বুবলীকে নিয়ে খোয়াব দেখে! বিয়ে করতে চায়। আমার বিশ্বাস অপু এই চরিত্রে অভিনয় করে উড়িয়ে দেবেন।’  

আব্দুল্লাহ জহির বাবুর কাহিনি ও সংলাপে ‘কয়লা’ নির্মাণ হচ্ছে সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনালের ব্যানারে। ছবিতে নায়ক চরিত্রে কে থাকছেন, তা শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানান নির্মাতা।

/এমএম/
সম্পর্কিত
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র