X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

নুসরাতকে এখনও ভালোবাসেন নিখিল!

বিনোদন ডেস্ক
২৮ নভেম্বর ২০২১, ১৯:০১আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৯:১৭

সালটা ২০১৯, তারিখ ১৯ জুন। তুরস্কের বোদরুমে ধর্মের বেড়াজাল ভেঙে বিয়ে করেন অভিনেত্রী, সংসদ সদস্য নুসরাত জাহান ও ব্যবসায়ী নিখিল জৈন। সে বিয়ে নিয়ে টলিপাড়ায় ধুম পড়ে যায়। এরপর জল অনেক গড়িয়েছে। জাঁকালো সেই বিয়েটাকেই পরে অস্বীকার করেন নুসরাত! সম্প্রতি তাদের হয়েছে বিচ্ছেদও। 

বিচ্ছেদের পর প্রথমবার নুসরাতের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন পার্টনার নিখিল। 

ভারতীয় এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার ও নুসরাতের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু তাকে আমি এখনও ভালোবাসি। যে নুসরাতকে আমি ভালোবেসেছিলাম সেই নুসরাত আজও আমার মনে। কিন্তু এখনকার নুসরাতকে কোনোভাবেই চিনি না।’ 

বর্তমানে নুসরাত নিজের অতীত ভুলে এখন অভিনেতা যশের সঙ্গে ঘর বেঁধেছেন। ছোট্ট ছেলে ঈশানকে নিয়ে সুখের সংসার ‘যশরত’র। 

নিখিলের কথায়, ‘ও ভালো থাকুক সবসময় চাই, ও অন্যের সঙ্গে থেকেছে, ওদের সন্তান হয়েছে, আমি তো কোনও দিনই কিছু বলিনি।’ 

আপাতত নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত নিখিল। কাজ করছেন মডেল হিসেবেও। সম্প্রতি পুরুষদের জন্য পোশাকের সম্ভার নিয়ে নতুনভাবে উপস্থিত হয়েছেন তিনি।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার