X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বড় অপারেশন লাগবে কাজী হায়াতের

বিনোদন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২১, ১৭:০৮আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৭:০৮

অসুস্থ অনুভব করায় গত ৯ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন দেশবরেণ্য পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ। 

গতকাল (১০ ডিসেম্বর) বাসায় ফিরলেও জানালেন, বড় ধরনের অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে তাকে। তার হৃদযন্ত্রে আবারও ব্লক ধরা পড়েছে। এটা এতটাই যে, ওপেন হার্ট সার্জারি করতে হবে।

এর আগে ৯ ডিসেম্বর তার ছেলে চিত্রনায়ক কাজী মারুফও একই শঙ্কার কথা বলেছিলেন। বলেন, ‌‘আমার বাবা অষ্টমবারের মতো এনজিওগ্রাম করতে হাসপাতালে গেছেন। তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন। তার শরীরে এখন পর্যন্ত ৮টি রিং পরানো রয়েছে। সম্ভবত আবারও ব্লক হয়েছে আব্বুর।’

এদিকে, বিষয়টি নিয়ে আজ কথা বলেছেন গুণী নির্মাতা কাজী হায়াত। তিনি বলেন, ‘ডাক্তাররা বলেছেন ওপেন হার্ট সার্জারিটা খুব জরুরি হয়ে পড়েছে। বর্তমানে আবারও ব্লক ধরা পড়েছে। তাই এটা জরুরি।’

২০০৫ সালে একই অপারেশন হয়েছিল কাজী হায়াতের। এরপর যুক্তরাষ্ট্রেও হার্টে রিং পরানো হয়েছিল তার।

তিনি জানান, চলতি মাসের শেষ দিকেই দেশেই ওপেন হার্ট সার্জারি করাবেন। 

কাজী হায়াৎ বলেন, ‘যে ডাক্তার ওপেন হার্ট সার্জারি করবেন কয়েকদিনের জন্য তিনি দেশের বাইরে গেছেন। তাই একটু সময় লাগছে। নইলে দ্রুতই এটা করাতাম।’

এর আগে, চলতি বছরের মার্চে করোনাভাইরাসে আক্রান্ত হলে আইসিইউতে রাখতে হয়েছিল বর্ষীয়ান নির্মাতা ও অভিনেতা কাজী হায়াতকে। তখন ১৩ দিন হাসপাতালে কঠিন সময় পার করার পর করোনা নেগেটিভ হয়ে বাসায় ফেরেন তিনি।

/এম/এমএম/
সম্পর্কিত
এফডিসিতে মাহফুজুর রহমান: শোনালেন গান, দিলেন সিনেমার ঘোষণা
এফডিসিতে মাহফুজুর রহমান: শোনালেন গান, দিলেন সিনেমার ঘোষণা
ঢালিউড নির্মাতাদের নেতৃত্বে কাজী হায়াৎ
ঢালিউড নির্মাতাদের নেতৃত্বে কাজী হায়াৎ
পরিচালকদের নির্বাচন আজ: জিতলে যা করবেন কাজী হায়াৎ ও গুলজার
পরিচালকদের নির্বাচন আজ: জিতলে যা করবেন কাজী হায়াৎ ও গুলজার
মিতুর অভিষেকের বিপরীতে ‘অ্যাভাটার’ ঝড়!
এ সপ্তাহের ছবিমিতুর অভিষেকের বিপরীতে ‘অ্যাভাটার’ ঝড়!
বিনোদন বিভাগের সর্বশেষ
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কানের লাল গালিচায় হাঁটতে কী লাগে, জানালেন প্রিয়তী
কানের লাল গালিচায় হাঁটতে কী লাগে, জানালেন প্রিয়তী
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
কান থেকে ভাবনা: নিজেকে ছোট অনুভব করাটাও দরকার
কান থেকে ভাবনা: নিজেকে ছোট অনুভব করাটাও দরকার
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী