X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১
এ সপ্তাহের ছবি

মিতুর অভিষেকের বিপরীতে ‘অ্যাভাটার’ ঝড়!

বিনোদন প্রতিবেদক
১৬ ডিসেম্বর ২০২২, ০০:১১আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১২:১১

শোবিজে অনেক বছর ধরেই কাজ করছেন জাহারা মিতু। ২০১৯ সালে নাম লেখান সিনেমায়। এরপর কয়েকটি প্রজেক্টে অভিনয় করলেও পর্দায় তার অভিষেক হয়নি। অবশেষে তিন বছরের অপেক্ষা পেরিয়ে নায়িকা জীবন শুরু করলেন মিতু। শুক্রবার (১৬ ডিসেম্বর) দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘জয় বাংলা’।

তথ্যটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন জাহারা মিতু। বড় পর্দায় নিজের অভিষেক নিয়ে তার বক্তব্য, “আমার প্রথম সিনেমা হিসেবে ‘জয় বাংলা’ মুক্তি পাচ্ছে। যদিও আমি যত সিনেমা করেছি, সব কমার্শিয়াল। এই একটি মাত্র ছবি অফট্র্যাকের। ক্যারিয়ারের এত অল্প সময়ে কাজী হায়াৎ, মুনতাসীর মামুন এবং জয় বাংলা এই তিনটি নাম একটি ছবির মাধ্যমে আমার ঝুলিতে যুক্ত হলো, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। এজন্যই মূলত সিনেমা করা।”

নায়িকা নয়, ‘জয় বাংলা’তে অভিনেত্রী মিতুকে খুঁজে পাওয়া যাবে বলে মনে করছেন এ সম্ভাবনাময়ী। তার ভাষ্য, ‘সোশ্যাল মিডিয়ায় বা আমার অন্য কাজগুলোতে মানুষ আমাকে যেরকম গ্ল্যামারাস রূপে দেখেন, সেই রূপটা তারা এখানে দেখতে পাবেন না। এটা একদমই নন-গ্ল্যামারাস একটি কাজ এবং আমি একদম মেকআপ ছাড়াই শুটিং করেছি। ওই সময়ের কলেজ পড়ুয়া একটা যতটা সাধারণ থাকতো, সেরকমই দেখতে পাবেন আমাকে। তাই আমি মনে করি, নায়িকা হিসেবে নয়, দর্শক আমাকে এখানে অভিনেত্রী হিসেবে খুঁজে পাবেন।’

‘জয় বাংলা’র পোস্টার ও প্রেক্ষাগৃহের তালিকা বেশ কিছুদিন যাবত অসুস্থ জাহারা মিতু। তাই সেভাবে ‘জয় বাংলা’র প্রচারে কাজ করতে পারেননি। এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। তবুও তার ইচ্ছে আছে, কিছু হলে গিয়ে দর্শকের প্রতিক্রিয়া এবং নিজেকে বড় পর্দায় দেখার।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমা পরিচালনা করেছেন কাজী হায়াৎ। এতে মিতুর বিপরীতে আছেন বাপ্পী চৌধুরী। সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটির ট্রেলার কদিন আগে প্রকাশ হয়। তাতে অবশ্য সন্তোষজনক কোনও প্রতিক্রিয়া আসেনি। বরং দর্শক বিরক্তি প্রকাশ করেছে।

এদিকে মিতুর অভিষেকের দিনে বিশ্বজুড়ে শুরু ‘অ্যাভাটার’ ঝড়। দীর্ঘ ১৩ বছর পর হলিউড নির্মাতা জেমস ক্যামেরন নিয়ে এসেছেন তার বিখ্যাত ‘অ্যাভাটার’র দ্বিতীয় কিস্তি। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে শুক্রবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশেও ছবিটি মুক্তি পেয়েছে।

কেবল স্টার সিনেপ্লেক্সেই প্রথম দিন ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’র ৪২টি শো! এই মাল্টিপ্লেক্স চেইনের মোট ছয়টি শাখায় প্রদর্শনীগুলো দেখে যাবে। শনিবার (১৭ ডিসেম্বর) থেকে প্রতিদিন ৪৮টি শো চলবে সিনেপ্লেক্সে।

অন্যদিকে ব্লকবাস্টার সিনেমাসে দৈনিক ৪টি শো এবং পুরান ঢাকার লায়ন সিনেমাসে ৩টি শো দেখা যাবে বহুল আলোচিত এই সিনেমার।

‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’র দৃশ্য প্রায় ৪০০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটিতে অভিনয় করেছেন স্যাম ওর্থিংটন, জো সালদানা, সিগার্নি ওয়েভার, স্টিফেন ল্যাংক, কেট উইন্সলেট প্রমুখ।

/কেআই/
সম্পর্কিত
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
হলিউডের ‘ভূত’ আসছে দেশে!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
ঈদের সিনেমা: হলে কেমন চলছে, দর্শক কী বলছে
ঈদের সিনেমা: হলে কেমন চলছে, দর্শক কী বলছে
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!