X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

তাহসান-মিথিলা-ফারিয়া ইস্যুতে সংঘের কড়া বার্তা

বিনোদন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২১, ০০:৩২আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৮:১৪

মিথিলা, তাহসান ও ফারিয়া চলচ্চিত্রে সাধারণত এমন সাংগঠনিক নজির খুব একটা পাওয়া যায় না। যেমন পাওয়া যায়নি বছরের সবচেয়ে আলোচিত ঘটনা পরীমণি ও মাহিয়া মাহির মতো তারকার বিপদেও। তবে এ ক্ষেত্রে খানিক ব্যতিক্রম টিভি অভিনয় শিল্পীদের সংগঠন- অভিনয় শিল্পী সংঘ। 

সম্প্রতি ইভ্যালি ইস্যুতে প্রতারণা মামলার আসামি হলেন টিভি মাধ্যমের জনপ্রিয় তিন তারকা তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া। এমন পরিস্থিতিতে তিন শিল্পীই বিব্রত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। ঘটনার দুই দিনের মাথায় একই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মিললো টিভি অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে।

রবিবার (১২ ডিসেম্বর) রাতে সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম স্বাক্ষরিত একটি বিবৃতি দেওয়া হয় গণমাধ্যম ও সোশ্যাল হ্যান্ডেলে। সেখানে বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে একটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনৈক ব্যক্তি মামলা করেছেন। সেই মামলার আসামি তালিকায় তিন জন জনপ্রিয় অভিনয়শিল্পী তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়ার নাম অন্তর্ভুক্ত রয়েছে। যেখানে দুজন সেই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত ছিলেন এবং একজন চাকরিজীবী ছিলেন। যিনি মামলাটি করেছেন তিনি ওই প্রতিষ্ঠানে যখন লেনদেন করেছিলেন তখন এই শিল্পীরা উক্ত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তই ছিলেন না। শুধু নিজেকে আলোচিত করবার জন্য এবং আমাদের অভিনয়শিল্পীদের অসম্মানিত ও বিব্রত করবার অভিপ্রায়েই তাদের নাম সম্পৃক্ত করবার এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি।’ 

তাহসান-মিথিলা-ফারিয়া ইস্যুতে সংঘের কড়া বার্তা বিবৃতিতে আরও বলা হয়, ‘শিল্পীদের নামে মামলা মোটেই সমর্থনযোগ্য নয়, সেই সঙ্গে ভীষণ উদ্বেগজনকও বটে। সারা পৃথিবীতেই শিল্পীরা অত্যন্ত সম্মানিত এবং মানুষের ভালোবাসায় সিক্ত ও অনুসরণীয়। তাই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রচারণায় শিল্পীদের অন্তর্ভুক্ত করেন। নির্দিষ্ট সম্মানীর বিনিময়ে শিল্পীরা পণ্যের প্রচারে বিজ্ঞাপন ও নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পৃথিবীজুড়েই এটি একটি বৈধ লেনদেন। পণ্যের গুণগত দায় বা সেই ব্যবসা প্রতিষ্ঠানের যে কোনও অনৈতিক লেনদেনের দায় কখনোই সেই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত বা মডেলের ওপর বর্তায় না।’

অভিনয় শিল্পী সংঘ মনে করে, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে। বিচারে যদি কেউ অপরাধী সাব্যস্ত হয়, তবে সে তার শাস্তি পাবে। কিন্তু শিল্পীদের নাম জড়িয়ে তাদের অহেতুক বিড়ম্বনা, বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলা এবং তাদের সম্মানহানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাহসান, মিথিলা, ফারিয়াসহ সকল অভিনয়শিল্পীর যেকোনও নৈতিক আন্দোলন ও সংকটে আমরা অভিনয় শিল্পী সংঘ তাদের সঙ্গে আছি।’

গত ৪ ডিসেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির অর্থ আত্মসাতের অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন। মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনকে আসামি করা হয়েছে।

মামলায় বাদী অভিযোগ করেন, আসামিরা তার তিন লাখ ১৮ হাজার টাকা আত্মসাতে সাহায্য করেছেন। তার টাকা তিনি এখনও উদ্ধার করতে পারেননি। তাই তিনি বাধ্য হয়ে মামলা করেছেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে ১২ ডিসেম্বর হাইকোর্টে জামিন আবেদন করেন রাফিয়াত রশিদ মিথিলা ও অভিনেত্রী শবনম ফারিয়া।

১০ ডিসেম্বর গণমাধ্যমের খবর পড়ে মামলার বিষয়টি প্রথম জানতে পারেন তিন শিল্পী।

ইভ্যালি নিয়ে মুখ খুললেন তাহসান-মিথিলা, ফারিয়া চুপ!

আমি কেন আত্মগোপনে থাকবো: শবনম ফারিয়া

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়িকাদের ঈদ: এগিয়ে বুবলী, আরও যারা মিছিলে…
নায়িকাদের ঈদ: এগিয়ে বুবলী, আরও যারা মিছিলে…
অভিনেত্রী ফারিণের প্রথম গান ‘রঙিলা’, সঙ্গে তাহসান
অভিনেত্রী ফারিণের প্রথম গান ‘রঙিলা’, সঙ্গে তাহসান
ইভ্যালির রাসেলের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা
ইভ্যালির রাসেলের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
বিনোদন বিভাগের সর্বশেষ
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়