X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
মামানামা– আউট অব দ্য বক্স

নিজের প্রতিষ্ঠানে নিজেকেই অডিশন দিতে হলো: নোভা

বিনোদন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২১, ১৫:৪৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৮:৪১

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নোভা ফিরোজ। ক্যারিয়ারের ১৫ বছর পর আসছেন বড় পর্দায়। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রনি ভৌমিক পরিচালিত ‌‘মৃধা বনাম মৃধা’ চলচ্চিত্র। সেখানে ঐশী চরিত্রে অভিনয় করছেন এই তারকা। 

এ শিল্পী এসেছিলেন বাংলা ট্রিবিউনের জনপ্রিয় লাইভ অনুষ্ঠান ‘মামানামা– আউট অব দ্য বক্স’-এ।

জানালেন ছবির নির্মাণের পেছনের গল্প। এমনকি এতে অভিনয় করার কথাও ছিল না তার। বরং তিনি ছিলেন শিল্পী খোঁজার টিমে।

বিষয়টি নিয়ে নোভা বলেন, ‌‘আমি ৪ বছর ধরে যে প্রতিষ্ঠানে কর্মরত, সেই টোস্টার প্রোডাকশনই এর প্রযোজক। ছবিতে নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করার কথা ছিল আমার। স্ক্রিপ্টিংসহ পেছনে কাজ করার কথা। এমনকি ঐশীর চরিত্রটা আমিই খুঁজতে শুরু করি।’

এরপর ঘটনাক্রমে সেই চরিত্রে ক্যামেরার সামনে নিজেকেই দাঁড়াতে হলো। হয়ে গেলো নোভার চলচ্চিত্র অভিষেক। সেই ঘটনার ব্যাখ্যা দিলেন এভাবে, ‘‘আর্টিস্ট খোঁজার সময় আমার টিম মেম্বাররাই বললেন, ‘আপু তুমি নিজে ঐশীর চরিত্রে অডিশন দাও। আমরা যখন ঐশীকে খুঁজছি মাথার মধ্যে তোমার কথাটাই আসছে!’ আমি বললাম, ‘যদি আমি অডিশন দেই বা অভিনয় করি; তাহলে তো আমি ক্যামেরার পেছনে কাজ করতে পারবো না।’ তারা বললো, ‘সমস্যা নাই, আমরা সামলে নেবো। এই সিনেমায় তোমার ছুটি।’ প্রডিউসার বললেন, ‘তুমি যেহেতু শুরু থেকেই এটা ধারণ করছো, এটা তুমিই করো।’ ব্যস এভাবেই যুক্ত হওয়া।’’

ছবিটির অন্য দুই প্রধান চরিত্র তারিক আনাম খান ও সিয়াম আহমেদকে নিয়েও খোলামেলা আলাপ করেন নোভা।

সঞ্চালক মাহমুদ মানজুর জানতে চান, গত ১৫ বছরে নিশ্চয়ই অনেক ছবির প্রস্তাব এসেছে, কিন্তু সেগুলো করা হয়নি কেন?

প্রত্যুত্তরে নোভা বলেন, ‘অনেক ছবির প্রস্তাব এসেছে। কমার্শিয়াল কাজেরও কথা হয়েছে। প্রথম দিকেই খুব বড় একটা প্রস্তাব আসে। তখন বাচ্চা ছিলাম। বাসা থেকেও একটা বাইন্ডিংস ছিল। তাই আর করা হয়নি।’

শুধু সিনেমা নয়, নোভা কথা বলেছেন তার ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা নিয়েও। জানান, নিয়মিত কাঁচাবাজারে যাওয়ার অভিজ্ঞতাও!

নোভার অংশ নেওয়া ‘মামানামা–আউট অব দ্য বক্স’ শিরোনামের মজার এ অনুষ্ঠান দেখতে পাবেন ইউটিউবেও। 

জনি হকের প্রযোজনা ও মাহমুদ মানজুরের সঞ্চালনায় এই লাইভ শো প্রচার হয় প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!