X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সানি লিওনির মিউজিক ভিডিও নিষিদ্ধ করার দাবি (ভিডিও)

বিনোদন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২১, ১৮:০৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৫:৫৮

ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ উঠলো সানি লিওনির বিরুদ্ধে। সম্প্রতি উন্মুক্ত হওয়া একটি মিউজিক ভিডিওর সূত্র ধরেই এমন ঘটনা।

না, ২২ ডিসেম্বর বাংলাদেশের টিএম রেকর্ডস-এ মুক্তি পাওয়া সানি লিওনির ‌‘দুষ্টু পোলাপাইন’ টিজারের রেশ ধরে এই ঘটনা নয়! একই দিনে ভারতের সারেগামা মুক্তি দিয়েছে এই বলিউড বেবিডলের আরেকটি মিউজিক ভিডিও। কণিকা কাপুরের গাওয়া ‘মধুবন’ নামের এই গানটির ভিডিও ধরেই অভিযোগটি উঠলো।

মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল সানি লিওনির এই গানচিত্র। সঙ্গে নেটিজেনদের অভিযোগ, এই গান ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে! কেউ কেউ সানিকে ক্ষমা চাইতে বলছেন। কেউ আবার গানের ওপর নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছেন। 

একজন দর্শক টুইটারে লেখেন, ‘এটা জঘন্য, আরও একটা প্রয়াস হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করবার।’ অপর একজন লেখেন, ‘রাধা কোনও নটী নয়, রাধা একজন ভক্ত… মধুবন একটা পবিত্র জায়গা, মধুবনে রাধা এভাবে নাচে না... খুব লজ্জাজনক গানের কথা।’ গানজুড়ে স্বল্পবসনা সানিকে দেখে চোখ কপালে অনেক নেটিজেনের। 

তবে চলমান এই বিতর্ক নিয়ে এখনও মুখ খোলেননি সানি-কণিকারা। অবশ্য বিতর্কের আঁচ পেয়েই ভিডিওর কমেন্ট বক্সে তালাচাবি মেরে দিয়েছে কর্তৃপক্ষ সারেগামা মিউজিক! বন্ধ করা আছে ডিসলাইক অপশনও।

এদিকে শিগগিরই প্রকাশ হচ্ছে সানি লিওনির বাংলাদেশ চমক ‘দুষ্টু পোলাপাইন’। তাপস ফিচারিং ঐশীর নতুন এই গানচিত্রে সানিকে পাওয়া যাবে ‘বেবিডল’ রূপেই। গানটির টিজার প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছেন সংশ্লিষ্টরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএম/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া