X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সিনেমার দর্শক যখন একদল প্রোডাকশন বয়!

সুধাময় সরকার
সুধাময় সরকার
২৫ ডিসেম্বর ২০২১, ২২:২৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০০:৪২

যে কোনও নির্মাণের পেছনে নির্মাতা-শিল্পীদের সঙ্গে এক হয়ে শ্রম-ঘাম-সততার মেলবন্ধন ঘটান প্রোডাকশন বয়রা। নির্মাতার ইশারায় যারা সুতো থেকে কাঁথা হাজির করে দেন আলাদিনের দৈত্য হয়ে! যদিও সেসব নির্মাণ মুক্তির আলোয় আসার পর সেই বয় বা গার্লদের খোঁজ মেলে কমই। আতশ কাচে খুঁজে নেওয়ার জন্য এন্ড টাইটেলেও নাম ওঠে না অনেকের।

আড়ালের সেই নির্মাণ যোদ্ধাদের এবার বড় একটা সম্মিলন ঘটলো ‘মৃধা বনাম মৃধা’র সূত্র ধরে। শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর শ্যামলী সিনেমা হলে দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি দেখেন প্রোডাকশন বয়, লাইট ম্যান, ক্যামেরা ক্রু, এডি, আর্ট, সাউন্ডসহ পুরো ইউনিটের সঙ্গে জড়িত অর্ধ শতাধিক সদস্য। তাই নয়, প্রতিজন সদস্য সঙ্গে আনার সুযোগ পান নিজ নিজ পরিবারের সদস্যদেরও।

না, প্রোডাকশন বয়রা একা একা ছবিটি দেখেননি, একই শো’তে পাশের সিটে বসেই ছবিটি দেখলেন অভিনেতা তারিক আনাম খান, নায়ক সিয়াম আহমেদ, নায়িকা নোভা ফিরোজ, পরিচালক রনি ভৌমিক ও চিত্রনাট্যকার রায়হান খানও।  

এমন ঘটনা এই দেশে এবারই প্রথম ঘটলো আয়োজন করে। প্রসঙ্গক্রমে নির্মাতা রনি ভৌমিক বলেন, ‘আমরা তো শিল্পীদের নিয়ে ছবিটি অনেকবার দেখেছি, কিন্তু আমি চেয়েছি এই কাজটার সঙ্গে যুক্ত থাকা প্রত্যেককে নিয়ে দেখতে। তাদেরকে আমি ছবিটা দেখাতে চেয়েছি। সেটা পেরে আমি আনন্দিত। নিজেকে হালকা মনে হচ্ছে।’

আরও যোগ করেন এই বলে, ‘ছবিটি করার সময় যে ছেলেটা আমাকে চা এনে দিয়েছে, সেই প্রোডাকশন বয়টাও কিন্তু আমার টিমের সদস্য। সে যদি আমাকে চা না খাওয়াতো তাহলে আমি আমার কাজটা ঠিকমত নাও করতে পারতাম! লাইটের ছেলেটা যদি ঠিকমতো লাইট না করতো তাহলে আমার কাজটা ঠিকমত নাও হতে পারতো! শুধু আমার কেন, অন্য কোনও প্রোডাকশনের ছেলেরাও কিন্তু টাকা খরচ করে ছবি দেখতে যেতে পারে না। তারও তো ইচ্ছে করে ছবি দেখার কিন্তু সামর্থ্যের কারণে অনেকেই সেটা পারে না। আর তাই আমি চেয়েছি আমার টিমের সঙ্গে যুক্ত প্রতিটা সদস্যকে ছবিটা দেখাতে। শুধু তাই নয়, যারা আজকে ছবিটা দেখতে এসেছেন তারা প্রত্যেকে তাদের বাবা কিংবা মা বা পরিবারের সদস্যদের নিয়ে ছবিটি দেখতে এসেছে। তাদের মুখের এই হাসি আমার চোখে লেগে থাকবে বহুকাল।’ 

২৪ ডিসেম্বর দেশব্যাপী ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পারিবারিক গল্পের সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। রায়হান খানের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন রনি ভৌমিক। মুক্তির পর থেকেই দর্শকমহলে দারুণ প্রশংসা পাচ্ছে এটি।

শনিবারের শো প্রসঙ্গে নায়িকা নোভা ফিরোজ বলেন, ‘আমি আমার পুরো পরিবারকে সঙ্গে নিয়ে সিনেমাটি দেখতে এসেছি। তাদের সঙ্গে আমাদের টিমের সঙ্গে যুক্ত থাকা প্রত্যেককে সাথে নিয়ে কাজটি দেখতে চেয়েছি আমরা। সবাইকে সাথে নিয়ে ছবিটি দেখতে পেরে, দেখাতে পেরে খুব ভালো লাগছে।’ 

নোভা, সিয়াম ও তারিক আনাম খানদের সঙ্গে শো শেষে বেরিয়ে আসছেন ইউনিটের অন্য সদস্যরা সিয়াম আহমেদ বলেন, ‘যাদের জন্য এবং যাদেরকে নিয়ে ছবিটা করতে পেরেছি তাদের সঙ্গে বসে দেখতে পেরে খুব ভালো লেগেছে। তাদের সবার পরিশ্রম এবং কষ্ট শেষে আজকে তৃপ্তির হাসি দেখতে পেরেছি আলহামদুলিল্লাহ।’ 

এদিকে নিজের মেয়েকে নিয়ে সিনেমা দেখতে আসা প্রোডাকশন ম্যানেজার রুস্তম বলেন, ‘কাজ শেষে আমাদের সিনেমা দেখা হয় না, এটা একদমই সত্যি। কিন্তু এ কাজটা দেখার পর নিজের চোখকে কনট্রোল করতে পারিনি। আজ আমি ও আমরা নিজেদের অনেক সম্মানিত বোধ করেছি।’ 

টফি নিবেদিত ‘মৃধা বনাম মৃধা’তে অভিনয় করেছেন তারিক আনাম খান, সিয়াম আহমেদ, নোভা ফিরোজ, সানজিদা প্রীতি, নিমা রহমান, তৌফিকুল ইমন, রিন্টু, মিলন ভট্টাচার্য প্রমুখ।

/এমএম/
সম্পর্কিত
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
ঈদ শুভেচ্ছায় যা বলছেন তারকারা
ঈদ শুভেচ্ছায় যা বলছেন তারকারা
তুমুল নেচেছেন মেহজাবীন!
তুমুল নেচেছেন মেহজাবীন!
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী