X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাজপথ হয়ে এবার নির্বাচনে নায়ক ইলিয়াস কাঞ্চন

বিনোদন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২২, ১১:৪৬আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৩:২৮

পর্দা-জীবনের বাইরে ইলিয়াস কাঞ্চন নিজেকে সফল নায়ক হিসেবে প্রমাণ করেছেন রাজপথেও। তবে কোনও রাজনৈতিক ব্যানারে নয়, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের জনক হিসেবে তার এই জনপ্রিয়তা।

সেই ধারাবাহিকতায় এবার নির্বাচনের মাঠে বড় চমক হয়ে হাজির হলেন এই নেতা-অভিনেতা। ঘোষণা দিলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের সভাপতি পদে লড়াই করার। এর আগে একবারই, ১৯৮৯-১৯৯০ সালে সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ইলিয়াস কাঞ্চন।

শুক্রবার (৭ জানুয়ারি) রাতে বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন ইলিয়াস কাঞ্চন। এদিন বিকালে এক অনানুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে ইলিয়াস কাঞ্চনের প্যানেলে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তারের নামও চূড়ান্ত করা হয়।

জানা গেছে, এই প্যানেলে আরও থাকছেন রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমনসহ এই প্রজন্মের অনেকেই। এতে সহ-সভাপতি পদে দেখা যেতে পারে রিয়াজ ও ফেরদৌসকে। ইমন জানিয়েছেন ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক পদে নির্বাচন করার কথা।

এদিকে পুরো প্যানেলে চূড়ান্ত রূপ জানাতে ও নির্বাচনে অংশ নেওয়ার কারণ জানাতে একটি সংবাদ সম্মেলনেরও ডাক দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। ৯ জানুয়ারি তিনি এই সম্মেলন করছেন কাকরাইলে নিরাপদ সড়ক চাই-এর অফিসে।

তার আগে এটুকু বললেন ইলিয়াস কাঞ্চন, ‘একটা ঝকঝকে তারুণ্য-নির্ভর কমিটি উপহার দিতে চাই। যেখানে কোনও ভেদাভেদ থাকবে না। অনেক হয়েছে, এবার সবাই মিলে চলচ্চিত্রকে এগিয়ে নিতে চাই।’ কাঞ্চন, নিপুণ ও ইমন

জানা গেছে, এই প্যানেলের বিপরীতে এবারও বন্ধন অটুট থাকছে সদ্য মেয়াদ-উত্তীর্ণ কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের। এবারও তারা প্যানেল গড়ছেন নির্বাচনের জন্য। 

২৮ জানুয়ারি হতে যাচ্ছে সমিতির ১৭তম নির্বাচন। এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন বি এইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছেন নির্মাতা সোহানুর রহমান সোহান, সদস্য করা হয়েছে নির্মাতা মোহাম্মদ হোসেন জেমী ও প্রযোজক মোহাম্মদ হোসেনকে।

/এমএম/
সম্পর্কিত
নাটকে ফিরলেন সিনেমার সভাপতি!
নাটকে ফিরলেন সিনেমার সভাপতি!
‘ফিরে দেখা’ ও ‘ফুলজান’ দেখা যাবে ৩৭ প্রেক্ষাগৃহে
এ সপ্তাহের ছবি‘ফিরে দেখা’ ও ‘ফুলজান’ দেখা যাবে ৩৭ প্রেক্ষাগৃহে
ঈদে ফিটনেসবিহীন গাড়ি যেন সড়কে না নামতে পারে: ইলিয়াস কাঞ্চন
ঈদে ফিটনেসবিহীন গাড়ি যেন সড়কে না নামতে পারে: ইলিয়াস কাঞ্চন
এফডিসিতে অরুণা বিশ্বাসকে ‘ইভটিজিং’র অভিযোগ
এফডিসিতে অরুণা বিশ্বাসকে ‘ইভটিজিং’র অভিযোগ
বিনোদন বিভাগের সর্বশেষ
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!