X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

মালাইকা-অর্জুনের বিচ্ছেদ নাকি করোনা!

বিনোদন ডেস্ক
১২ জানুয়ারি ২০২২, ১৪:০৫আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৭:৩৫

বলিউডজুড়ে জোর গুঞ্জন উঠলো, ভেস্তে গেছে অভিনেত্রী মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক। আর তার জেরেই ভেঙে পড়েছেন অভিনেত্রী। দুজনকে আর একসঙ্গে পাওয়া যাচ্ছে না। 

ইনস্টাগ্রামজুড়ে হামেশাই ভেসে ওঠে তাদের প্রেমালাপের ছবি। কখনও তারা ‘ডিনার ডেট’-এ যান, কখনও আবার মালদ্বীপে একসঙ্গে প্রেমের চাদর গায়ে মেখে ছুটি কাটান। বয়সের পার্থক্য কোনও দিন অন্তরায় হয়নি অর্জুন-মালাইকার সম্পর্কে। 

তবে গত ছয় দিনে অর্জুন-মালাইকার আচরণে ঘনিষ্ঠজনরা দাবি করছেন, তাদের প্রেমে বিচ্ছেদ ঘটেছে। ব্রেকআপের খবরে কার্যত তোলপাড় বলিউড। 

ভারতীয় সিনে সংবাদমাধ্যম বলিউড লাইফকে দুজনের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‌‘প্রায় ছয়দিন পেরিয়েছে মালাইকা বাড়ির বাইরে পা রাখেননি। একেবারে নিভৃতবাসে। শুনছি মালাইকা খুব ভেঙে পড়েছে, এখনই দুনিয়ার মুখোমুখি হতে চায় না। তিন দিন আগেই বোন রিয়া কাপুরের বাড়িতে ডিনার ডেটে এসেছিল অর্জুন, মালাইকার বাড়ির খুব কাছে রিয়ার বাড়ি, তবে অর্জুন এখানে আসেনি। এমনটা ঘটেই না।’

তবে আরেকটি সূত্র মালাইকার এমন নিভৃতবাসকে করোনার ইঙ্গিত হিসেবে বলছে। আর সে কারণেই হয়তো তাকে এড়িয়ে থাকছেন অর্জুন। এমনকি মালাইকাও বের হচ্ছেন না ঘর থেকে। 

২০১৭ সালের মে মাস নাগাদ আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৭ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন ‘ছাইয়া ছাইয়া’-খ্যাত আইটেম গার্ল মালাইকা। তার এক পুত্রসন্তানও রয়েছে আরহান খান। মূলত সেই বিচ্ছেদের পেছনে ১২ বছরের ছোট অর্জুনকে ধরা হয়। তাদের প্রেমের কারণেই সেটি হয়েছে। অন্যদিকে অর্জুন-মালাইকার সম্পর্ক নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল বনি কাপুরের। তবে বাবার বারণের তোয়াক্কা করেননি অর্জুন। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
আলাদা হয়ে গেছেন অর্জুন-মালাইকা
আলাদা হয়ে গেছেন অর্জুন-মালাইকা
বিয়ের গুঞ্জনে জল ঢেলে দিলেন মালাইকা!
বিয়ের গুঞ্জনে জল ঢেলে দিলেন মালাইকা!
খেলা দেখতে লন্ডনে অর্জুন-মালাইকা
খেলা দেখতে লন্ডনে অর্জুন-মালাইকা
দুর্ঘটনায় আহত মালাইকা, দুমড়ে গেছে গাড়ি! 
দুর্ঘটনায় আহত মালাইকা, দুমড়ে গেছে গাড়ি! 
বিনোদন বিভাগের সর্বশেষ
উপমার ‘শেষ ভালোবাসা’
উপমার ‘শেষ ভালোবাসা’
দিলীপ কুমারকে যেভাবে স্মরণ করলেন সায়রা বানু
দিলীপ কুমারকে যেভাবে স্মরণ করলেন সায়রা বানু
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
চিকিৎসা ব‍্যয়ভার বিতর্ক: যা বললেন ফরিদা পারভীনের ছেলে
চিকিৎসা ব‍্যয়ভার বিতর্ক: যা বললেন ফরিদা পারভীনের ছেলে
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’